কলকাতা, 25 জানুয়ারি: কৃষ্ণনগর-লালগোলা সেকশনে লেভেল ক্রসিংয়ের কাজের জন্য নিয়ন্ত্রিত একাধিক ট্রেন ৷ রেল লাইন পারাপারের জন্য কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখায় লেভেল ক্রসিয়ের কাজ হতে চলেছে। এই সেকশনে কাজের জন্য একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে বলেই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, লেভেল ক্রসিং গেট নম্বর 87/E সরিয়ে তার জায়গায় লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করা হবে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের জন্য এই গেটগুলি স্টেশনে চলাফেরায় অতিরিক্ত সুবিধা প্রদান করবে আগামিদিনে। এই কাজের জন্য 6 ঘণ্টার পাওয়ার ব্লক নেওয়া হতে চলেছে। শনিবার সকাল 09টা 45 মিনিট থেকে বিকেল 4টে 15 মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক নেওয়া হবে। তবে এর জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্তে চরম ভোগান্তির মধ্যে পড়তে হবে যাত্রীদের।
আজ যে ট্রেনগুলি বাতিল থাকবে:
- কৃষ্ণনগর-লালগোলা- আপ 31861 / ডাউন 31864
- লালগোলা-শিয়ালদা- ডাউন 53178 / আপ 53175
যে ট্রেনগুলির যাত্রা সংক্ষিপ্ত করা হবে:
- 31773 রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জার মুরাগাছাতে যাত্রা শেষ করবে ৷
- 31768 লালগোলা-রানাঘাট প্যাসেঞ্জার মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে।
- 31769 রানাঘাট-লালগোলা EMU প্যাসেঞ্জার মুরাগাছাতে যাত্রা শেষ করবে
- 31770 লালগোলা-রানাঘাট EMU প্যাসেঞ্জার মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে।
- 63107 শিয়ালদা-লালগোলা MEMU মুরাগাছাতে যাত্রা শেষ করবে
- 63104 লালগোলা-শিয়ালদা MEMU মুরাগাছা থেকে যাত্রা শুরু করবে।
- 31819 শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল রানাঘাটে যাত্রা শেষ করবে।
- 31840 কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল রানাঘাট থেকে যাত্রা শুরু করবে ৷
- 63102 লালগোলা-কলকাতা MEMU রাণাঘাট থেকে যাত্রা শুরু করবে।
- অন্যদিকে, 31774 লালগোলা-রানাঘাট লালগোলা থেকে বেলা 2টোর পরিবর্তে 2টো 45 মিনিটে ছাড়বে।
এই বিষয়ে আরও জানতে পূর্ব রেলের দেওয়া বিজ্ঞপ্তি বা স্টশেনের অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করা যাবে ৷