কলকাতা, 28 অগস্ট:নবান্ন অভিযানের ডিউটি করতে গিয়ে বিক্ষোভকারীদের আক্রমণে সম্ভবত চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারালেন কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী ৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলাকালীন একটি ইটের টুকরো ধেয়ে আসে তাঁর বাঁ চোখের দিকে ৷ গলগল করে রক্ত পড়তে থাকে চোখ দিয়ে ৷ তারই মধ্যে চলে বেধড়ক মারধর ৷ পুলিশকর্মীরা এসে তাঁকে উদ্ধার না-করলে প্রাণটাই চলে যেত ৷ ইটিভি ভারতকে একথা জানালেন সেই মুহূর্তে দেবাশিস চক্রবর্তীর সঙ্গে ডিউটিতে থাকা কলকাতা পুলিশের ডিসি (ইডি) আরীশ বিলাল ৷
ঠিক কী ঘটেছিল ঘটনাস্থলে ? নিজের চোখে দেখা সেই অভিজ্ঞতার কথা ইটিভি ভারতের কাছে তুলে ধরেছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ইডি) ৷ তিনি বলেন, "আমি দেবাশিস চক্রবর্তীর সঙ্গেই ছিলাম । আচমকাই দুপুরবেলা খবর এল যে, বাবুঘাটে ঝামেলা হচ্ছে । আমি এবং সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী বাবুঘাটে যাই । সেখানে তখন উত্তপ্ত পরিস্থিতি । দেবাশিস সেই সময় গাড়িতেই ছিলেন । আচমকাই সেখানে কয়েকজন এসে সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীকে মারধর করতে থাকে । তার মধ্যে বেশ কয়েকজন তাঁকে ইট মারতে থাকে । সেই ইটের আঘাতে তাঁর চোখ থেকে রক্ত ঝরতে থাকে । কোনওরকমে তাঁকে উদ্ধার করা হয় ।"