পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাখির চোখ লোকসভা ভোট, জনগর্জনের প্রস্তুতিতে পাঁচশো সভা তৃণমূলের - Lok Sabha Election 2024

TMC Brigade Mege Rally: একদিকে লোকসভা ভোট, অন্যদিকে অশান্ত সন্দেশখালি ৷ সব মিলিয়ে রাজ্য রাজনীতি সরগরম ৷ এরই মধ্যে ব্রিগেডে মেগা 'জনগর্জন সভা' করছে তৃণমূল ৷

ETV Bharat
তৃণমূলের জনগর্জন সভা

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 8:41 AM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মেগা ব্রিগেড র‍্যালির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর অভিযোগ, বাংলা থেকে পর্যাপ্ত টাকা তুলে নিয়ে যাওয়ার পরেও বাংলাকে বঞ্চনা করা হচ্ছে ৷ 10 মার্চ এর বিরুদ্ধেই ব্রিগেড থেকে সরব হবেন তৃণমূল সুপ্রিমো ৷ তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে 9 মার্চ পর্যন্ত রাজ্যের প্রতিটি প্রান্তে 500টিরও বেশি সভা হবে ৷

এবার এই ব্রিগেডকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে রাজ্যের শাসকদল । ইতিমধ্যেই জনগর্জন সভার প্রচারের জন্য 70 জনের একটি তালিকা তৈরি করেছে তৃণমূল ৷ সারা রাজ্যে পাঁচশোর বেশি সভা করার পাশাপাশি 60 লক্ষ পোস্টারও দেওয়া হবে ৷

দলীয় নেতৃত্বের তরফ থেকে সব সাংসদ, বিধায়কদের এই সভাগুলিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে ৷ এখানেই শেষ নয়, ব্রিগেডে তৃণমূলের প্রচারে বাছাই করা কিছু সেলিব্রিটি মুখও দেখা যাবে বলে সূত্রের খবর ৷ ঘাসফুলের এবারের ব্রিগেড সমাবেশের নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা' ৷ তাই রাজ্যের সর্বত্র যেখানে যে পথসভা বা স্ট্রিট কর্নার হবে, সবগুলিকেই এই জনগর্জন সভার নাম দিয়েই প্রচার করতে বলা হয়েছে ৷

26 ফেব্রুয়ারি, সোমবার থেকে সরকারের তরফ থেকে 100 দিনের কাজের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ এই বঞ্চিতদের সঙ্ঘবদ্ধ করেই এবারের ব্রিগেড সমাবেশ হবে বলে খবর ৷ যে 50 লক্ষ মানুষকে রাজ্য সরকার একশো দিনের কাজের টাকা দিচ্ছে, তাদের একটা বড় অংশকে ব্রিগেডের ময়দানে হাজির করিয়ে তৃণমূল বার্তা দিতে চায়, বাংলার মানুষ তাদের সঙ্গেই রয়েছে ৷

আরও পড়ুন:

  1. সাবধান! বন্ধু বেশি গুপ্তশত্রুর থেকে ক্ষতির আশঙ্কা কাদের, জেনে নিন রাশিফলে
  2. লাইন পেরোনোর সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, মৃত্যু হল কমপক্ষে 2 যাত্রীর
  3. মঙ্গলবার মধ্যরাত থেকে পুলিশের ‘সুরক্ষিত হেফাজতে’ রয়েছেন শাহজাহান, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর

ABOUT THE AUTHOR

...view details