পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি বাংলা বিরোধী, যোগীর আক্রমণের জবাব দিলেন অভিষেক - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Abhishek Banerjee: যোগীর আক্রমণের জবাব এদিন দক্ষিণ 24 পরগনার নির্বাচনী সভা থেকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। বললেন, সাত দিনে বিজেপি বাংলা বিরোধী তা প্রমাণ হবে ৷

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 11:00 PM IST

ডায়মন্ডহারবার, 30 এপ্রিল:রাজ্যে এসে মমতা সরকারকে কড়া আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর দক্ষিণ 24 পরগনায় নির্বাচনী জনসভা থেকে তারই পালটা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একই সঙ্গে তাঁর ঘোষণা, "সাত দিন সময় দিন, আমরা প্রমাণ করে দেখিয়ে দেব বিজেপি বাংলা বিরোধী।"

এদিন বিজেপি প্রার্থী নির্মলচন্দ্র সাহার হয়ে ভোট প্রচারে বীরভূম ও মুর্শিদাবাদে এসেছিলেন যোগী আদিত্যনাথ। রামনবমীর ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে আক্রমণও করেছেন তিনি। নির্বাচনী প্রচার সমাবেশ থেকে তিনি বলেন, "রামনবমীতে এভাবে উত্তরপ্রদেশে কখনওই হিংসার ঘটনা ঘটে না। বাংলায় কেন ঘটে ?" একই সঙ্গে তাঁর সংযোজন, তাঁর রাজ্যে এ ধরনের ঘটনা ঘটলে, উলটো করে ঝুলিয়ে দেওয়া হতো। এমন অবস্থা করা হতো, সাত প্রজন্ম এই ধরনের হিংসা ভুলে যেত। অন্যদিকে, বীরভূমে নির্বাচনী প্রচারে নাম ভুল বলায় তাঁকে পালটা নিশানা করেছে তৃণমূল।

যোগীর আক্রমণের জবাবে এদিন দক্ষিণ 24 পরগনার নির্বাচনী সভা থেকে অভিষেক বলেন, "বিজেপির পরিযায়ী নেতারা বাংলা এসে বাংলার বদনাম করছেন। যোগী আদিত্যনাথ বীরভূমকে বলছেন বীরভূমি, এলাকার নাম জানেন না। অমিত শাহ বালুরঘাটকে বেলুরঘাট বলছেন। ভাবতে পারছেন, কেন এদের বাংলা বিরোধী বলা হবে না ! স্বামী বিবেকানন্দকে এরা বলেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট । বিদ্যাসাগরের মূর্তি এই কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ভাঙা হয়। এখানে এসে যারা রোজ বাংলাকে অপমান করছে আগামী দিন তাদের প্রতিরোধের মাধ্যমে জবাব দিতে হবে।"

এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের সবচেয়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী। যার আমলে উন্নাও হয়েছে, হাথরস হয়েছে, লক্ষিমপুর খেড়িতে পাঁচজন কৃষকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর ছেলে। যার আমলে এসব হয়েছে সেই ব্যর্থতম মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আপনি শুনে রাখুন যোগী আদিত্যনাথ, আপনি যার টিকি ধরে রাজনীতি করেন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা এনসিআরবি রিপোর্ট বলছে, দেশের সবচেয়ে সুরক্ষিত শহরের নাম কলকাতা আর সবচেয়ে সুরক্ষিত অবশ্যই বাংলা।"

এখানেই শেষ নয়, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী সাত দিনের মধ্যে বিজেপির বাংলার বিরুদ্ধে করা চক্রান্ত ফাঁস করে দেবেন তিনি। অভিষেক বলেন, "আপনারা শুধু অপেক্ষা করুন সাত দিন। আপনারা নিজের চোখেই দেখবেন, এরা কীভাবে সারা ভারতে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে। সব জনসমক্ষে আসবে ।"

আরও পড়ুন

'নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত', দেবাশিস ধরের মামলা খারিজ শীর্ষ আদালতে

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনুর নামে ঝুলছে 20 মামলা, হু হু করে বেড়েছে বিষয়-আশয়

ABOUT THE AUTHOR

...view details