পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'মর্নিংওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক'; নারায়ণগড়ে সভায় কটাক্ষ অভিষেকের - Lok Sabha Elections

Abhishek Banerjee Criticises Dilip Ghosh: মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়ে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন সভা থেকে মোদি, বিজেপি পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নারায়ণগড়ে অভিষেক
Abhishek Banerjee Criticises Dilip Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 10:55 PM IST

নারায়ণগড়ে সভায় বললেন অভিষেক

নারায়ণগড়, 16 মার্চ: নারায়ণগড়ে সভা করতে এসে দিলীপ ঘোষকে একহাত নিলেন তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সভামঞ্চ থেকে বলেন, "দিলীপ ঘোষ মর্নিং ওয়াক ছাড়া এই পাঁচ বছরে কোনও কাজই করেননি। কোনও উন্নয়নমূলক বৈঠকও তিনি ডাকেননি। তাই 2024 সালের স্লোগান হোক বাংলার মেয়ে দিল্লি যাক আর মর্নিংওয়াক করা দাদা পার্কেই থাক।"

লোকসভা ভোটের মুখে এদিন নারায়ণগড়ে সভা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত মেদিনীপুর লোকসভার যে সাতটি বিধানসভা রয়েছে, তার মধ্যে এই নারায়ণগড়, কেশিয়াড়ি, দাঁতন এবং এগরা বিজেপির বাড়বাড়ন্ত হতেই তৃণমূল কিছুটা ব্যাকফুটে। কারণ গত 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভাগুলিতেই লিড ছিল বিজেপির। দিলীপ ঘোষ বারবার এখানে সভা-সমিতি-মিটিং, মিছিল করে নিজের কর্মী-সমর্থক বাড়িয়েছেন। বিজেপির সাংগঠনিক দক্ষতাও বৃদ্ধি হয়েছে।

যদিও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে গতবারে মানস ভুঁইয়া দিলীপ ঘোষের কাছে হারার পর সেই জায়গায় এবারে দল জুন মালিয়াকে দায়িত্ব দিয়েছে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে। জুন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে মুখ রক্ষা করেছেন দলের। এলাকায় জনপ্রিয়ও হয়ে উঠেছেন জুন ৷ তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জুনের উপর ভরসা করে এবারের লোকসভা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছেন ৷

শনিবার তাঁরই সমর্থনে সভা করতে নারায়ণগড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুন মালিয়াকে বিপুল ভোটে জেতানোর পাশাপাশি যাতে প্রতিটি কর্মী-সমর্থক জুন মালিয়ার প্রচারে থাকেন সে বিষয়েও বার্তা দেন। এদিনের সভায় ছিলেন প্রার্থী জুন মালিয়া-সহ এলাকার তৃণমূল মন্ত্রী, বিধায়ক নেতৃত্ব। এদিন সভা থেকে মোদি, বিজেপি পাশাপাশি দিলীপ ঘোষকে কটাক্ষ করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "এই পাঁচ বছরে দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য কিছুই করেনি। শুধু মর্নিংওয়াক করেছেন। পাঁচ বছরে উনি কী করেছেন তার যদি নিদর্শন দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এছাড়া উনি কোনও উন্নয়নমূলক বৈঠকেও করেননি। অথচ আমাদের বাংলার মেয়ে জুন মালিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন। মানুষের অভাব-অভিযোগ শুনছেন এবং কাজ করছেন। তাই আমাদের স্লোগান হবে মর্নিংওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক।" উল্লেখ্য যদিও এখনও পর্যন্ত বিজেপি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেনি। অন্যদিকে, গতবারের সাংসদ দিলীপ ঘোষ ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট এলাকায়।

আরও পড়ুন:

  1. তৃণমূলের উচ্ছিষ্টদের প্রার্থী করার অপেক্ষায় বিজেপি, কটাক্ষ অভিষেকের
  2. বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক
  3. দলীয় প্রার্থীদের সমর্থনে ময়নাগুড়ির জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি

ABOUT THE AUTHOR

...view details