কলকাতা, 9 এপ্রিল: ছাড়া পেলেও রাত থেকেই দিল্লিতে মন্দির মার্গ থানা চত্বরে ধরনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সোমবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিদল। কমিশন থেকে বেরিয়ে তৃণমূলের প্রতিনিধিরা কমিশনের বাইরে এই ধরনা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের টেনে হিঁচড়ে সেখান থেকে তাঁদের আটক করে নিয়ে যায় দিল্লির মন্দির মার্গ থানায়। ছাড়া পেলেও মঙ্গলবার ভোর থেকেই সেখানে বসেই ধরনা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।
দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলের সদস্য হলেও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষকে ধরনা কর্মসূচিতে যোগ দিতে বাধা। মন্দির মার্গ থানার বাইরে দাঁড়িয়েই এর প্রতিবাদ তৃণমূল সাংসদদের। তবে কেন বাধা দেওয়া হয়েছে তা জানা যায়নি ৷ এদিকে তৃণমূলের এই কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছে আম আদমি পার্টি। তাদের তরফ থেকে আপের গুরুত্বপূর্ণ নেতা সৌরভ ভরদ্বাজ এদিন মন্দির মার্গ থানায় আসেন। তারা এই ঘটনায় তৃণমূলের পাশে থাকার কথাও বলেন।
তৃণমূলের প্রতিনিধিরা বলছেন, অতি কষ্টে খোলা আকাশের নীচে তাঁরা রাত কাটিয়েছেন। কিন্তু বাংলার মানুষের দাবির কথা ভেবে কোনওভাবেই তাঁরা অবস্থান থেকে সরে আসেননি। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অনড়। তাঁরা বলছেন, নির্বাচন কমিশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিবাদকে নথিভুক্ত করার জন্য এই কর্মসূচি চালিয়ে যাবেন।
- এদিন এনিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমাদের দাবি খুব স্বাভাবিক ৷ বাংলার মানুষের কথা বলতেই আমরা কমিশনে এসেছিলাম। কমিশন একতরফাভাবে বিজেপির তল্পিবাহক হিসাবে কাজ করছে। 24 ঘণ্টায় রাজ্যে দু'জন ডিজি পরিবর্তন হতে দেখেছি আমরা ৷ কারণ এই দাবি ছিল বিজেপির।"
- তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ এদিন এক্সে লেখেন, "গতকাল দিল্লি পুলিশ ধাক্কাধাক্কি ও মারধর করেছে ৷ পুলিশ বাসে করে এক অজানা জায়গায় নিয়ে যায় ৷ এরপর অবশেষে মন্দির মার্গ থানায় নিয়ে আসা হয় আমাদের ৷ সেখানে আমরা রাত কাটিয়েছি। আজ সকাল থেকে মন্দির মার্গ থানা চত্বরে আমাদের ধরনা মোদি সরকারের কেন্দ্রীয় এজেন্সি -এনআইএ, সিবিআই, আইটি এবং ইডি'র নির্লজ্জ অপব্যবহারের বিরুদ্ধে জারি রয়েছে ৷"
- এদিন দিল্লির মন্ত্রী এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ দিল্লিতে নির্বাচন কমিশন অফিসে এজেন্সি প্রধানদের পরিবর্তনের দাবিতে তৃণমূল নেতাদের প্রতিবাদ বিক্ষোভে যোগ দিয়েছেন। তিনি বলেন, "নির্বাচন ঘোষণা হয়েছে। আদর্শ আচরণবিধি লাগু আছে। কিন্তু বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি, এনআইএ, আইটি, সিবিআই ব্যবহার চলছে। তৃণমূলের দাবি ন্যায্য। যখন বিজেপির প্রতিবাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তখন তৃণমূল নেতাদের সঙ্গে এমন কেন হচ্ছে ৷"
আরও পড়ুন:
- 'মেরুদণ্ড বিক্রি করে বশ্যতা স্বীকার করেছে কমিশন', রাজ্যপালের সঙ্গে দেখা করে তোপ অভিষেকের
- অভিষেক নয় প্রতিদ্বন্দ্বী তৃণমূল, ডায়মন্ড হারবারে লড়াই দুর্নীতিবাজদের বিরুদ্ধে: সিপিএম প্রার্থী
- দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূলের ধরনায় ব্য়াপক উত্তেজনা