পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে দেশ, দাবি মহুয়ার - LOK SABHA ELECTION RESULTS 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Mahua Moitra Lashes out at BJP: নরেন্দ্র মোদির বিরুদ্ধে রায় দিয়েছে দেশ। কৃষ্ণনগর আসন থেকে জয় সুনিশ্চিত হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মহুয়া মৈত্র।

Mahua Moitra Lashes out at BJP
জয়ের পর কর্মী-সমর্থদের সঙ্গে মহুয়া (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 5:13 PM IST

Updated : Jun 4, 2024, 7:17 PM IST

কৃষ্ণনগর, 4 জুন: নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে দেশ। জয় নিশ্চিত হতেই এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর কথায়, "আমি জিতেছি বলে নিশ্চয় খুশি, তবে বিজেপির মতো অশুভ শক্তি হেরেছে বলে তার চেয়ে অনেক বেশি খুশি। মোদির মতো মিথ্যাবাদী-অযোগ্য এবং অপদার্থ প্রধানমন্ত্রী 10 বছর ক্ষমতায় ছিলেন। এবার দেশ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে কুর্নিশ। ওরা দেখিয়ে দিয়েছে।"

সাংবাদিকদের মুখোমুখি মহুয়া মৈত্র (ইটিভি ভারত)

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 50 হাজারেরও বেশি ভোটে হারান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র অমৃতা রায় ৷ সকাল থেকে দু'জনের মধ্যেই লড়াই হলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন তৃণমূল প্রার্থী ৷ ফলে কৃষ্ণনগর থেকে দ্বিতীয়বার সংসদে যাচ্ছেন মহুয়া ৷ তিনি জানান, এই রায় থেকেই স্পষ্ট বাংলার মানুষ সাম্প্রদায়িক রাজনীতি মানুষ পছন্দ করে না। পাশাপাশি তিনি বলেন, "বড় বড় নিউজ চ্যানেল টাকা খেয়ে যা প্রমাণ করতে চেয়েছিল মানুষ দু'হাতে ছুড়ে ফেলেছে ৷ তাই আপনাদের কাছে অনুরোধ আগামী দিনেও সত্যিটা তুলে ধরুন।"

মহুয়ার জয় রাজ্য রাজনীতিতে নিশ্চয় একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কেন্দ্রে মতুয়া ভোটের পরিমাণ যথেষ্ট। সেদিক থেকে সিএএ-অস্ত্রে কৃষ্ণনগর দখল করার ছক কষেছিল বিজেপি। পাশাপাশি গত বছর ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছিল। ফলে ফের সংসদে ফেরাটা মহুয়ার কাছে ছিল চ্যালেঞ্জ ৷

লোকসভা নির্বাচনের আরও খবর...

অভিযোগ ছিল আদানি গোষ্ঠির বিরুদ্ধে প্রশ্ন করতে এক ব্যবসায়ীর থেকে টাকা নিয়েছেন মহুয়া। ঝাড়খণ্ডের এক বিজেপি নেতার কাছে এই দাবি জানিয়ে চিঠি দেন মহুয়ার প্রাক্তন প্রেমিক জয় দেহাদ্রাই। পাশাপাশি লোকসভার স্পিকারের কাছে জমা পড়ে অভিযোগ। অভিযোগ প্রকাশ্যে আসতে তদন্ত শুরু করে সংসদের এথিক্স কমিটি। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল তৃণমূলের এই সাংসদকে ৷ স্বাভাবিকভাবেই মহুয়ার এটা ছিল মর্যাদার লড়াই ৷

Last Updated : Jun 4, 2024, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details