কৃষ্ণনগর, 4 জুন: নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে দেশ। জয় নিশ্চিত হতেই এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তাঁর কথায়, "আমি জিতেছি বলে নিশ্চয় খুশি, তবে বিজেপির মতো অশুভ শক্তি হেরেছে বলে তার চেয়ে অনেক বেশি খুশি। মোদির মতো মিথ্যাবাদী-অযোগ্য এবং অপদার্থ প্রধানমন্ত্রী 10 বছর ক্ষমতায় ছিলেন। এবার দেশ মোদির বিরুদ্ধে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষকে কুর্নিশ। ওরা দেখিয়ে দিয়েছে।"
কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 50 হাজারেরও বেশি ভোটে হারান তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র অমৃতা রায় ৷ সকাল থেকে দু'জনের মধ্যেই লড়াই হলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন তৃণমূল প্রার্থী ৷ ফলে কৃষ্ণনগর থেকে দ্বিতীয়বার সংসদে যাচ্ছেন মহুয়া ৷ তিনি জানান, এই রায় থেকেই স্পষ্ট বাংলার মানুষ সাম্প্রদায়িক রাজনীতি মানুষ পছন্দ করে না। পাশাপাশি তিনি বলেন, "বড় বড় নিউজ চ্যানেল টাকা খেয়ে যা প্রমাণ করতে চেয়েছিল মানুষ দু'হাতে ছুড়ে ফেলেছে ৷ তাই আপনাদের কাছে অনুরোধ আগামী দিনেও সত্যিটা তুলে ধরুন।"