পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়ফুলে ভোট দিলে আমি অভিযোগ শুনতে আসব না, ভোটারদের 'হুমকি' সুজাতার - Lok Sabha Elections

Lok Sabha Elections 2024: ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে ৷ তাঁকে ভোট না দিলে কোনও অভিযোগ তৃণমূল নেতা কর্মীরা শুনতে আসবে না ৷ এমনকি কোনও কোনও বুথে তৃণমূল লিড পাবে না, তার তালিকা তৈরির নির্দেশও দিলেন সৌমিত্র খাঁ-র প্রাক্তন স্ত্রী ৷

ETV BHRATA
ETV BHRATA

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 12:45 PM IST

বিষ্ণুপুর লোকসভার নতুনগ্রামে ভোটারদের শাসানোর অভিযোগ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে

বাঁকুড়া, 20 মার্চ: শুরুর দিন থেকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই বিজেপি বনাম তৃণমূলের বদলে, অনেক বেশি প্রাক্তন স্বামী-স্ত্রী’র দ্বৈরথ ৷ সেই প্রাক্তন স্বামী তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল ৷ প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুজাতার বিরুদ্ধে ৷ ভোট না দিলে কোনও সমস্যার সমাধান তৃণমূলের জনপ্রতিনিধিরা করবেন না ৷ আর এই হুমকি দেওয়ার সময় সদর্পে ঘোষণা করলেন, তিনি সংবাদমাধ্যমকেও পরোয়া করেন না ৷

বুধবার সাতসকালে বিষ্ণুপুরের নতুনগ্রাম এলাকায় প্রচারে যান ৷ এই বুথে গত লোকসভা নির্বাচন, এমনকি বিধানসভা ও পঞ্চায়েতেও বিজেপি এগিয়েছিল ৷ আর তা একেবারেই মেনে নেবেন না বলে জানিয়েছেন সুজাতা ৷ গ্রামের মহিলা-পুরুষ সকলকে জড়ো করে রীতিমতো শাসিয়ে গেলেন তিনি ৷ সুজাতা বলেন, "আমি আজকে একটা কথা স্পষ্ট বলে যাচ্ছি, তোমরা ভোট দেওয়ার সময় পদ্মফুল, মানে বড়ফুলে ভোট দেবে ৷ আর সাহায্য চাইতে ছোটফুল মানে তৃণমূলের কাছে আসবে, এটা হবে না ৷ এখানে মিডিয়া থাক আর যেই থাক ৷ আমি কিছুর পরোয়া করি না ৷ তোমরা যদি বড়ফুলে ভোট দাও, তাহলে বিজেপির সঙ্গে বুঝে নেবে ৷ আমাদের কাছে কোনও অভিযোগ জানাতে আসবে না ৷"

এখানেই শেষ নয়, কোনও বুথে বিজেপি লিড নিয়েছে, আর কোন বুথে তৃণমূল, ভোটের পর তার তালিকা তৈরির নির্দেশ দেন সুজাতা মণ্ডল ৷ তিনি বলেন, "আমি ফরিদকে বলে যাচ্ছি, যে বুথে বিজেপি লিড পাবে সেগুলির তালিকা বানাবে ৷ আর যেখানে তৃণমূল লিড পাবে, তারও তালিকা বানাবে ৷ আমি বলে যাচ্ছি, তৃণমূল যে বুথে লিড পাবে সেখানে রাতে অন্ধকারে প্রাণ দিয়ে হলেও আমি মানুুষের কথা শুনতে যাব ৷ কিন্তু, যেখানে বিজেপি লিড পাবে সেখান আমি কেন, আমার কর্মীদেরও যেতে দেব না ৷"

সংবিধানে ভোট দেওয়া প্রত্যেক ভারতবাসীর গণতান্ত্রিক অধিকার ৷ তারা কাকে ভোট দেবেন, আর কাকে দেবে না, তা বাছাই করার পূর্ণ অধিকার একজন নাগরিকের আছে ৷ আর একজন জন প্রতিনিধিকে কেউ ভোট দিক, বা না দিক; তাঁর কর্তব্য ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করা ৷ আর তাদের হয়ে কাজ করার জন্যই সংশ্লিষ্ট জন প্রতিনিধিকে সংসদ, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েতে পাঠায় নাগরিকরা ৷ যদিও, পরে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে শোনা গেল তৃণমূল প্রার্থীকে ৷সুজাতা মণ্ডল বলেন, "এখানকার মানুষ আগের বিধানসভা নির্বাচন এমনকি পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিলেও, বঞ্চিত হয়ে এসেছে ৷ তাই যাতে এবার সাধারণ মানুষ বঞ্চিত না হয়, তাই আমি একথা বলেছি ৷"

আরও পড়ুন:

  1. ট্রেনে চড়লেন সৌমিত্র, সুজাতা মাতলেন আদিবাসী নৃত্যে; ভোট প্রচারে সরগরম মল্লগড়
  2. বিষ্ণুপুরে মুখোমুখি সৌমিত্র-সুজাতা, পাঁচ বছরের কাজের নিরিখে জয়ের হ্যাটট্রিক কি হবে বিজেপি প্রার্থীর?
  3. 'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details