গঙ্গাসাগর, 21 জুলাই:রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা একে একে যোগ দিচ্ছেন একুশে জুলাইয়ের সমাবেশে ৷ রবিবার সাতসকালে বৃষ্টিকে উপেক্ষা করে নদীপথে ধর্মতলার উদ্দেশে রওনা হয়েছেন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের কয়েক হাজার তৃণমূল কর্মী ৷ পাশাপাশি ওই জেলারই অনেক কর্মী-সমর্থক ধর্মতলায় যাওয়ার জন্য বেছে নিয়েছেন সড়ক ও রেলপথকে ৷
নদীপথে ধর্মতলার পথে গঙ্গাসাগরের কয়েক হাজার তৃণমূল কর্মী (ইটিভি ভারত) আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ 24 পরগনার উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি ৷ তবে বৃষ্টিকে উপেক্ষা করেই একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সমাবেশে যোগ দিতে বেরিয়ে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা ৷
দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য তথা সুন্দরবন বকখালি ডেভলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র জানান, "তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ঐতিহাসিক একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে যোগ দিতে ইতিমধ্যেই কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক গঙ্গাসাগর থেকে নদীপথে পাড়ি দিয়েছে ধর্মতলার উদ্দেশে । সকাল থেকেই বৃষ্টি চলছে ৷ আর বৃষ্টির কারণে অনেকে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন ৷ কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে ইতিমধ্যেই কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক একুশে জুলাইয়ের ঐতিহাসিক শহিদ সমাবেশ ও বিজয় উৎসবে যোগ দিতে কলকাতার উদ্দেশে পাড়ি দিয়েছেন ।"
তিনি আরও বলেন, রাজ্যের প্রতিটি ব্লক থেকে বিজেপিকে উৎখাত করতে দলনেত্রী যে বার্তা দেবেন, তাকেই শপথ হিসেবে গ্রহণ করে আগামী কর্মসূচি পালন করবেন তাঁরা ৷ সন্দীপ পাত্রের দাবি, তৃণমূলের পাখির চোখ এখন 2026-এর নির্বাচন ৷
শুধুমাত্র গঙ্গাসাগর নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক সড়কপথে ও রেলপথেও একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন । 2026 বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশে কী বার্তা দেন, কী কী কর্মসুচি নেওয়ার কথা বলেন, কী কী চমক থাকে সমাবেশে, সেসব নিয়েই চর্চা চলছে কর্মী-সমর্থকদের মধ্যে ৷