কলকাতা, 21 ডিসেম্বর: অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ তখন 'আরও একটা লিয়ার'-এর জোর প্রস্তুতি চলছে। অভিনয় করবেন অঞ্জন দত্ত। মঞ্চ তৈরি হচ্ছে। নাটকের আগে অঞ্জন দত্ত কারোর সঙ্গে কথা বলবেন না ৷ তাঁর এই নাটক দিয়েই শুরু হল নান্দীকারের 41তম 'জাতীয় নাট্য উৎসব'। ছয় দিনে মোট তেরোটি নাটক দেখানো হবে এবার।
যে সময়ে নান্দীকারের 41তম জাতীয় নাট্যোৎসব শুরু হল সেই সময়েই বাংলা ভাষায় মুক্তি পেয়েছে চারটি সিনেমা। চারটি নিয়েই দর্শকের মনে আগ্রহ রয়েছে। আর এই সময়েই থিয়েটার ফেস্টিভ্যাল। তাই কতটা সাড়া পেল নান্দীকারের জাতীয় নাট্যোৎসব?
নান্দীকারের তরফে অভিনেতা-নির্দেশক সপ্তর্ষি বলেন, "ভালো সাড়া পাচ্ছি। অনলাইনে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে নিমেষে। অনেকেই যারা কাছাকাছি থাকে তারা চলে আসবেন শেষ মুহূর্তে। অনলাইনে টিকিট বুকিং করার আগে থেকেই আমরা 75 শতাংশ টিকিট বিক্রি করে ফেলেছি। এই শনি ও রবিবারের শো গুলিও প্রায় হাউজফুল। নাটকের থেকে সিনেমার বাজেট অনেক বেশি। আমার মনে হয়, কোনও কাজ যদি ভালো হয় সেটা লোক দেখবেই। সিনেমার সঙ্গে থিয়েটারের তো কোনও বিবাদ নেই। আমি চাইব সবকটা বাংলা ছবি ভালো চলুক। আর এতগুলো বাংলা ছবি রিলিজের মাঝেও আমাদের ফেস্টিভ্যাল চলবে। তাতে নাটকের উপর প্রভাব পড়বে না। সিনেমায় যেহেতু অনেকগুলো শো থাকে, তার ফলে অনেকেই নাটক দেখার পর সিনেমা দেখতে যেতে পারেন। আবার সিনেমা দেখে এসেও নাটক দেখেন।"
সপ্তর্ষি আরও বলেন, "নান্দীকারের গোড়ার লগ্ন থেকেই উদ্দেশ্য ছিল 'রেপার্টারি' ফর্মে থিয়েটার করবে। অর্থাৎ নিজেদের দলেই একজন ডিরেক্টর, মিউজিশিয়ান, কোরিওগ্রাফার তৈরি করে নেওয়া হবে, বাইরে থেকে নিয়ে আসার বদলে। তাই হোর্ডিং লাগানো থেকে যাবতীয় কাজ দলের লোকেরা মিলেই করে। কেউ আবার টিকিট কাউন্টারেও বসে। 'নান্দীকার' তার দলের ছেলেমেয়েদেরই ব্যবহার করতে চায় নিজেদের নাটকে। নান্দীকার আসলে সকলকে তৈরি করে নেয়। ঠিক যেমনভাবে আমার মতো একজন বহিরাগত যার থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল না, সেও এসে শিখে নিয়ে থিয়েটার করার সুযোগ পেয়েছে।"
সপ্তর্ষি আরও বলেন, "আমরা এবার নান্দীকারেরই অনেকগুলো নাটক মঞ্চস্থ করছি। তাই বলতেই পারি এবার আমরা নিজেদের উদযাপন করছি। 'পাঞ্চজন্য', 'মানুষ' হাউজফুল ইতিমধ্যেই। ওদিকে 'নবান্ন'ও 80 শতাংশ হাউজফুল হয়ে গিয়েছে। এই মুহূর্তে তাঁদের শেষ সময়ের প্রস্তুতি চলছে।" 21 ডিসেম্বর মঞ্চস্থ হবে সোহিনী সেনগুপ্ত নির্দেশিত 'মানুষ' এবং সন্ধে সাড়ে ৬ টায় প্রয়াত স্বাতীলেখা সেনগুপ্ত নির্দেশিত 'মাধবী'। অভিনয় করবেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ।