পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'সংসদে প্রশ্ন করেননি, ভোট চাওয়ার অধিকার নেই'; সুদীপকে নিশানা তাপসের - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: এতদিন একই দলে থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেছিলেন ৷ এবার দু’জনে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী ৷ তাই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে নিশানা করতে পিছপা হচ্ছেন না বিজেপির তাপস রায় ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 9:32 PM IST

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রচারে বিজপি প্রার্থী তাপস রায়

কলকাতা, 16 মার্চ: তৃণমূলে থাকাকালীন রেয়াত করেননি ৷ এবার বিজেপির হয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাপস রায় ৷ ফলে প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সুযোগ হাতছাড়া করলেন না তিনি ৷ দুপুরে প্রচারে বেরিয়ে নিজের নামের দেওয়াল লেখার পাশাপাশি অভিযোগের সুরে তাপস জানালেন, সংসদে কলকাতা উত্তর লোকসভার মানুষের জন্য একটিও প্রশ্ন করেননি সুদীপ ৷

তাপস রায় বলেন, "গত 5 বছরে চারটে নয়, তিনটে নয়, দু’টো নয়, একটা প্রশ্নও সংসদে করেননি এই উত্তর কলকাতার এতদিনের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাই উত্তর কলকাতার ভোটারদের কাছে ভোট চাওয়ার কোনওরকম অধিকার তাঁর নেই ৷ ওনাকে এবার এখানকার মানুষ অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে ৷ অনেকবার লোকসভার সাংসদ ছিলেন ৷ সেই থেকে তিনি মানুষের জন্য কী করেছেন, সেটা এখানকার মানুষ দেখতে চায়, জানতে চায় ৷"

পাশাপাশি, এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তাপস ৷ তাঁর কথায়, "রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে ও সাধারণ মানুষ যাতে ভোট দান করতে পারে ইচ্ছে অনুসারে ৷ পছন্দের দল ও প্রার্থীকে ভোটাররা ভোট দিতে পারে, তার সব ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে ৷ নিশ্চিতভাবে সবাই যাতে ভোট দিতে পারে, তা কেন্দ্রীয় বাহিনীকে দেখতে হবে ৷"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে তৃণমূল তাপস রায়কে প্রার্থী করেনি ৷ মনে করা হয়েছিল, এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বিরতি দেওয়া হবে ৷ কিন্তু, শেষ মুহূর্তে ফের বাজি মেরে যান সুদীপ ৷ স্বাভাবিকভাবেই আশাহত তাপস রায় বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন ৷ ওইদিনই বিজেপিতে যোগ দেন তাপস ৷ তবে, তাঁকে কলকাতা উত্তর লোকসভার টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল ৷ তবে, রবিবার রাতে বিজেপির ষষ্ঠদফার প্রার্থী তালিকায় তাপসের নাম কলকাতা উত্তর লোকসভার প্রার্থী করা হয় তাপস রায়কে ৷

আরও পড়ুন:

  1. বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা, সন্দেশখালির প্রতিবাদীকে 'শক্তি স্বরূপা' বললেন প্রধানমন্ত্রী
  2. 'লোকসভা মেটিরিয়াল নই', প্রার্থী হয়ে 'চোরে'দের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সজলের
  3. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details