কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রচারে বিজপি প্রার্থী তাপস রায় কলকাতা, 16 মার্চ: তৃণমূলে থাকাকালীন রেয়াত করেননি ৷ এবার বিজেপির হয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন তাপস রায় ৷ ফলে প্রতিদ্বন্দ্বী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের সুযোগ হাতছাড়া করলেন না তিনি ৷ দুপুরে প্রচারে বেরিয়ে নিজের নামের দেওয়াল লেখার পাশাপাশি অভিযোগের সুরে তাপস জানালেন, সংসদে কলকাতা উত্তর লোকসভার মানুষের জন্য একটিও প্রশ্ন করেননি সুদীপ ৷
তাপস রায় বলেন, "গত 5 বছরে চারটে নয়, তিনটে নয়, দু’টো নয়, একটা প্রশ্নও সংসদে করেননি এই উত্তর কলকাতার এতদিনের তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাই উত্তর কলকাতার ভোটারদের কাছে ভোট চাওয়ার কোনওরকম অধিকার তাঁর নেই ৷ ওনাকে এবার এখানকার মানুষ অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে ৷ অনেকবার লোকসভার সাংসদ ছিলেন ৷ সেই থেকে তিনি মানুষের জন্য কী করেছেন, সেটা এখানকার মানুষ দেখতে চায়, জানতে চায় ৷"
পাশাপাশি, এই লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তাপস ৷ তাঁর কথায়, "রাজ্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে গেলে ও সাধারণ মানুষ যাতে ভোট দান করতে পারে ইচ্ছে অনুসারে ৷ পছন্দের দল ও প্রার্থীকে ভোটাররা ভোট দিতে পারে, তার সব ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে ৷ নিশ্চিতভাবে সবাই যাতে ভোট দিতে পারে, তা কেন্দ্রীয় বাহিনীকে দেখতে হবে ৷"
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে তৃণমূল তাপস রায়কে প্রার্থী করেনি ৷ মনে করা হয়েছিল, এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে বিরতি দেওয়া হবে ৷ কিন্তু, শেষ মুহূর্তে ফের বাজি মেরে যান সুদীপ ৷ স্বাভাবিকভাবেই আশাহত তাপস রায় বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন ৷ ওইদিনই বিজেপিতে যোগ দেন তাপস ৷ তবে, তাঁকে কলকাতা উত্তর লোকসভার টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল ৷ তবে, রবিবার রাতে বিজেপির ষষ্ঠদফার প্রার্থী তালিকায় তাপসের নাম কলকাতা উত্তর লোকসভার প্রার্থী করা হয় তাপস রায়কে ৷
আরও পড়ুন:
- বসিরহাটের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা, সন্দেশখালির প্রতিবাদীকে 'শক্তি স্বরূপা' বললেন প্রধানমন্ত্রী
- 'লোকসভা মেটিরিয়াল নই', প্রার্থী হয়ে 'চোরে'দের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সজলের
- মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের