কলকাতা, 30 ডিসেম্বর: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিল নিয়ে বিজেপির দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মামলাটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিলেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি শম্পা দত্ত পাল। শঙ্কর বেরা-সহ 51 জন অসফল প্রার্থী কলকাতা হাইকোর্টে শীত অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হন।
তাঁদের দাবি, কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিল করা হোক। পাশাপাশি বোর্ড গঠনের প্রক্রিয়াকেও বাতিল করুক আদালত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিসিটিভি ছিল। ভোটারদের নিয়ে আসা থেকে শুরু তাঁদের নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছিল। আদালতের ঠিক করে দেওয়া সমস্ত নিয়ম মেনেই নির্বাচন করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপর বিচারপতি আবেদনকারীদের আবেদন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে অশান্তির ঘটনা যাতে না-ঘটে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কাঁথি সমবায় বিজেপি দখলে থাকলেও নির্বাচনে কার্যত ধরাশায়ী হয় পদ্মশিবির। 108টি আসনের মধ্যে 101টিতেই শাসকদলের প্রার্থীরা জয়ী হন। এই নির্বাচনে ব্যাপাক কারচুপি করা হয়েছে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থীরা।
মামলাকারী শঙ্কর বেরার বক্তব্য, "এখানে ভোট লুট হয়েছে। আমাদের কোনও ভোটারকেই ভোট দিতে দেওয়া হয়নি। যাতে পুনর্নির্বাচন হয়, তাই কোর্টে মামলা করেছি।" উল্লেখ্য, সমবায়ের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার বিষয় নজিরবিহীন। তারপরও বিজেপির অভিযোগ, ভোট লুট করা হয়েছে। পাল্টা তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি আগেই জানিয়েছেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন ৷ এই ভোট তা আবার প্রমাণ করল।