ETV Bharat / bharat

বিধানসভা ভোটে আপ জিতলেই মাসে 18 হাজার পাবেন পূজারি-গ্রন্থিরা, বড় ঘোষণা কেজরিওয়ালের - ARVIND KEJRIWAL

কেদরির দাবি, পুরোহিত এবং গ্রন্থিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তাঁদের উপেক্ষা করা হয়। আর তাই তাঁদের কথা ভেবে চালু হচ্ছে পূজারি-গ্রন্থি সমাজ সম্মান যোজনা।

ARVIND KEJRIWAL
ভাতা ঘোষণা কেজরিওয়ালের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 5:24 PM IST

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে আপ জিতলে দিল্লির মন্দির এবং গুরুদ্বারগুলির পুরোহিতদের মাসে 18000 টাকা সাম্মানিক দেওয়া হবে। ভোটের মুখে সোমবার এমনই ঘোষণা করলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আম আদমি পার্টি (আপ) ততই নতুন নতুন প্রকল্প সামনে আনছে ৷ এর আগে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা চালুর ঘোষণা করেছিল আপ। এবার 'পূজারি-গ্রন্থি সমাজ সম্মান যোজনা'র ঘোষণা হল

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই প্রথম কোনও সরকার পুরোহিত এবং গ্রন্থিদের জন্য এই জাতীয় প্রকল্প ঘোষণা করেছে। তিনি বলেন, "পুরোহিত-গ্রন্থিরা সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁরা প্রজন্মের প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যান। কিন্তু আমরা কখনওই তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দিইনি। এই প্রকল্পের উদ্দেশ্য হল সমাজের প্রতি তাঁদের অবদানকে সম্মান জানানো।"

আপ ক্ষমতায় ফিরলে এই প্রকল্প চালু হবে। তবে প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই। অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, তিনি কনট প্লেসের হনুমান মন্দিরে পুরোহিতদের রেজিস্ট্রেশন করতে যাবেন। এরপরে, আম আদমি পার্টির বিধায়ক, প্রার্থী এবং কর্মীরা সমস্ত মন্দির এবং গুরুদ্বারে গিয়ে এই নাম-নিবন্ধন প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবেন।

অরবিন্দ কেজরিওয়াল বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করে বলেছেন, "আজ পর্যন্ত কোনও সরকার পুরোহিতদের সম্মান করার জন্য এমন একটি পরিকল্পনা করেনি।" পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা শুধুমাত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জানা যাবে। সরকারের কাছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিলও রয়েছে বলে দাবি প্রাক্তন।

এই প্রকল্পটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করে তিনি বলেন, "দিল্লিতে প্রথম আমরা স্কুলের মান ভালো করেছি। হাসপাতালের উন্নয়ন করেছি। মহিলাদের জন্য বাসে ভ্রমণ বিনামূল্যে করেছি। একইভাবে, এই প্রথমবারের মতো পুরোহিতদেরও সম্মান দেওয়া হবে ৷"

তিনি আশা প্রকাশ করেন যে, অন্যান্য রাজ্য সরকারগুলিও এই প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে এবং তাদের রাজ্যে এই জাতীয় প্রকল্পগুলি বাস্তবায়ন করবে। উল্লেখ্য, সোমবারই বেতন নিয়ে প্রতিবাদ করেছিলেন দিল্লির ইমামরা। বেতন না পেলে ধর্মঘটে বসার কথাও বলেছিলেন তিনি।

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: বিধানসভা নির্বাচনে আপ জিতলে দিল্লির মন্দির এবং গুরুদ্বারগুলির পুরোহিতদের মাসে 18000 টাকা সাম্মানিক দেওয়া হবে। ভোটের মুখে সোমবার এমনই ঘোষণা করলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে আম আদমি পার্টি (আপ) ততই নতুন নতুন প্রকল্প সামনে আনছে ৷ এর আগে মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা চালুর ঘোষণা করেছিল আপ। এবার 'পূজারি-গ্রন্থি সমাজ সম্মান যোজনা'র ঘোষণা হল

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, এই প্রথম কোনও সরকার পুরোহিত এবং গ্রন্থিদের জন্য এই জাতীয় প্রকল্প ঘোষণা করেছে। তিনি বলেন, "পুরোহিত-গ্রন্থিরা সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাঁরা প্রজন্মের প্রজন্ম ধরে আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নিয়ে যান। কিন্তু আমরা কখনওই তাঁদের আর্থিক অবস্থার দিকে নজর দিইনি। এই প্রকল্পের উদ্দেশ্য হল সমাজের প্রতি তাঁদের অবদানকে সম্মান জানানো।"

আপ ক্ষমতায় ফিরলে এই প্রকল্প চালু হবে। তবে প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার থেকেই। অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, তিনি কনট প্লেসের হনুমান মন্দিরে পুরোহিতদের রেজিস্ট্রেশন করতে যাবেন। এরপরে, আম আদমি পার্টির বিধায়ক, প্রার্থী এবং কর্মীরা সমস্ত মন্দির এবং গুরুদ্বারে গিয়ে এই নাম-নিবন্ধন প্রক্রিয়াকে আরও এগিয়ে নেবেন।

অরবিন্দ কেজরিওয়াল বিজেপি এবং কংগ্রেসকে নিশানা করে বলেছেন, "আজ পর্যন্ত কোনও সরকার পুরোহিতদের সম্মান করার জন্য এমন একটি পরিকল্পনা করেনি।" পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা শুধুমাত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই জানা যাবে। সরকারের কাছে প্রকল্পটি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিলও রয়েছে বলে দাবি প্রাক্তন।

এই প্রকল্পটিকে ঐতিহাসিক বলে বর্ণনা করে তিনি বলেন, "দিল্লিতে প্রথম আমরা স্কুলের মান ভালো করেছি। হাসপাতালের উন্নয়ন করেছি। মহিলাদের জন্য বাসে ভ্রমণ বিনামূল্যে করেছি। একইভাবে, এই প্রথমবারের মতো পুরোহিতদেরও সম্মান দেওয়া হবে ৷"

তিনি আশা প্রকাশ করেন যে, অন্যান্য রাজ্য সরকারগুলিও এই প্রকল্প থেকে অনুপ্রেরণা নেবে এবং তাদের রাজ্যে এই জাতীয় প্রকল্পগুলি বাস্তবায়ন করবে। উল্লেখ্য, সোমবারই বেতন নিয়ে প্রতিবাদ করেছিলেন দিল্লির ইমামরা। বেতন না পেলে ধর্মঘটে বসার কথাও বলেছিলেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.