ETV Bharat / sports

প্রাপ্তি কেবল বুমরা, গুজরাত ক্রিকেটারকে বর্ষসেরার মনোনয়ন আইসিসি'র - JASPRIT BUMRAH

মেলবোর্নে হারের মধ্যেও ভারতীয় শিবিরে সুখবর ৷ বুমরাকে বড়সড় মনোনয়ন দিল আইসিসি ৷

JASPRIT BUMRAH
জসপ্রীত বুমরা (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 30, 2024, 5:40 PM IST

মেলবোর্ন, 30 ডিসেম্বর: মেলবোর্ন টেস্টে হারের পর ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার অঙ্ক ভীষণই কঠিন ভারতের জন্য ৷ টানা তৃতীয়বার ফাইনালে যেতে হলে চলতি সিরিজের শেষ ম্য়াচে জয় তো চাইই, তারপরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ সবমিলিয়ে পরিস্থিতি থমথমে ৷ এমতাবস্থায় ভারতীয় সাজঘরে অক্সিজেন বলতে জসপ্রীত বুমরা ৷ মেলবোর্নে হারের পরেও ভারতীয় শিবিরে এল খুশির খবর ৷ সোমবারই আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বুমরা ৷

এদিন বিকেলে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা প্রকাশ করে ৷ সেখানে ইংল্য়ান্ডের জো রুট, হ্য়ারি ব্রুক, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সঙ্গেই স্যর গ্য়ারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হলেন গুজরাত পেসার ৷ ভারতীয় দল ফাইনালে পৌঁছতে পারবে কি না, সেটা সময়ই বলবে ৷ কিন্তু ফেলে আসা বছরটা জসপ্রীত বুমরার যে স্বপ্নের মতো গিয়েছে, তা বলাই বাহুল্য ৷ ওয়ান ডে না-খেললেও 2024 সালে 13টি টেস্ট ম্য়াচে বুমরার সংগ্রহে 71টি উইকেট ৷ তাও আবার 14.92 গড়ে ৷ সঙ্গে 8টি কুড়ি-বিশের ম্য়াচে রয়েছে 15টি উইকেট ৷ সম্প্রতি মেলবোর্নেই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 200 টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পারথ টেস্টে অধিনায়কত্ব করা ক্রিকেটার ৷ যে টেস্ট জিতেছিল ভারত ৷

সবমিলিয়ে বুমরার বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পাওয়া একেবারেই যথার্থ ৷ তবে বুমরা বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাবেন কি না, তা জানতে ভারতীয় অনুরাগীদের ধৈর্য্য ধরতেই হবে ৷ বুমরার সঙ্গে লড়াইয়ে রয়েছেন ইংরেজ ব্য়াটার জো রুট ৷ যিনি 17টি টেস্টে 55.57 গড়ে করেছেন 1556 রান ৷ হাঁকিয়েছেন ছ'টি শতরান ৷ যার মধ্যে সর্বোচ্চ স্কোর 262 ৷ তালিকায় রয়েছেন আরেক ইংরেজ ব্য়াটার হ্যারি ব্রুক ৷ যিনি চলতি বছরে 12টি টেস্টে 55 গড়ে করেছেন 1100 রান ৷

তালিকায় চতুর্থ নাম অবশ্যই ট্রাভিস হেডের ৷ চলতি বছর ন'টি টেস্টে 608 রান এসেছে হেডের ব্য়াটে, সর্বোচ্চ 152 ৷ পাশাপাশি 15টি টি-20'তে 539 রান এসেছে বাঁ-হাতি ব্যাটারের থেকে ৷ এখন দেখার বাকিদের পিছনে ফেলে সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির সঙ্গে একাসনে বুমরা বসতে পারেন কি না ৷ ভারতীয় হিসেবে এখনও পর্যন্ত বর্ষসেরা ক্রিকেটারের সম্মান মিলেছে উপরোক্ত তিন ক্রিকেটারের ৷

আরও পড়ুন:

  • পিছিয়ে পড়লেন ক্য়ারিবিয়ান কিংবদন্তি গার্নারও, মেলবোর্নে বিশ্বরেকর্ড বুমরার

মেলবোর্ন, 30 ডিসেম্বর: মেলবোর্ন টেস্টে হারের পর ডব্লিউটিসি ফাইনালে যাওয়ার অঙ্ক ভীষণই কঠিন ভারতের জন্য ৷ টানা তৃতীয়বার ফাইনালে যেতে হলে চলতি সিরিজের শেষ ম্য়াচে জয় তো চাইই, তারপরেও ভারতকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দিকে ৷ সবমিলিয়ে পরিস্থিতি থমথমে ৷ এমতাবস্থায় ভারতীয় সাজঘরে অক্সিজেন বলতে জসপ্রীত বুমরা ৷ মেলবোর্নে হারের পরেও ভারতীয় শিবিরে এল খুশির খবর ৷ সোমবারই আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন বুমরা ৷

এদিন বিকেলে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারদের মনোনয়ন তালিকা প্রকাশ করে ৷ সেখানে ইংল্য়ান্ডের জো রুট, হ্য়ারি ব্রুক, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের সঙ্গেই স্যর গ্য়ারফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হলেন গুজরাত পেসার ৷ ভারতীয় দল ফাইনালে পৌঁছতে পারবে কি না, সেটা সময়ই বলবে ৷ কিন্তু ফেলে আসা বছরটা জসপ্রীত বুমরার যে স্বপ্নের মতো গিয়েছে, তা বলাই বাহুল্য ৷ ওয়ান ডে না-খেললেও 2024 সালে 13টি টেস্ট ম্য়াচে বুমরার সংগ্রহে 71টি উইকেট ৷ তাও আবার 14.92 গড়ে ৷ সঙ্গে 8টি কুড়ি-বিশের ম্য়াচে রয়েছে 15টি উইকেট ৷ সম্প্রতি মেলবোর্নেই দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 200 টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন পারথ টেস্টে অধিনায়কত্ব করা ক্রিকেটার ৷ যে টেস্ট জিতেছিল ভারত ৷

সবমিলিয়ে বুমরার বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পাওয়া একেবারেই যথার্থ ৷ তবে বুমরা বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পাবেন কি না, তা জানতে ভারতীয় অনুরাগীদের ধৈর্য্য ধরতেই হবে ৷ বুমরার সঙ্গে লড়াইয়ে রয়েছেন ইংরেজ ব্য়াটার জো রুট ৷ যিনি 17টি টেস্টে 55.57 গড়ে করেছেন 1556 রান ৷ হাঁকিয়েছেন ছ'টি শতরান ৷ যার মধ্যে সর্বোচ্চ স্কোর 262 ৷ তালিকায় রয়েছেন আরেক ইংরেজ ব্য়াটার হ্যারি ব্রুক ৷ যিনি চলতি বছরে 12টি টেস্টে 55 গড়ে করেছেন 1100 রান ৷

তালিকায় চতুর্থ নাম অবশ্যই ট্রাভিস হেডের ৷ চলতি বছর ন'টি টেস্টে 608 রান এসেছে হেডের ব্য়াটে, সর্বোচ্চ 152 ৷ পাশাপাশি 15টি টি-20'তে 539 রান এসেছে বাঁ-হাতি ব্যাটারের থেকে ৷ এখন দেখার বাকিদের পিছনে ফেলে সচিন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলির সঙ্গে একাসনে বুমরা বসতে পারেন কি না ৷ ভারতীয় হিসেবে এখনও পর্যন্ত বর্ষসেরা ক্রিকেটারের সম্মান মিলেছে উপরোক্ত তিন ক্রিকেটারের ৷

আরও পড়ুন:

  • পিছিয়ে পড়লেন ক্য়ারিবিয়ান কিংবদন্তি গার্নারও, মেলবোর্নে বিশ্বরেকর্ড বুমরার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.