ETV Bharat / state

বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য অর্জুনের, কড়া পদক্ষেপে না হাইকোর্টের - CALCUTTA HIGH COURT ON ARJUN SINGH

বিতর্কিত মন্তব্যের জেরে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আপাতত পুলিশি কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের ৷

Calcutta High Court on Arjun Singh
অর্জুন সিংয়ের মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2024, 5:17 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: বর্ষশুরুর আগে স্বস্তি বিজেপি নেতা অর্জুন সিংয়ের ৷ বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় 8 জানুয়ারি পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না ৷ সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল । পাশাপাশি অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের নামে 41 (A) ও 35 (3) তে দেওয়া নোটিশেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং একটি জনসভা থেকে মন্তব্য করেন, "বাংলাদেশি জেহাদিরা শুভেন্দু অধিকারীকে মেরে ফেলতে চায় ...।" অর্জুন সিংয়ের এই বক্তব্যের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় এফআইআর দায়ের করেন । সেই এফআইয়ার খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং । সেই মামলাতেই আগামী 8 জানুয়ারি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে নিষেধ পুলিশকে । ফের রেগুলার বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি ।

অন্যদিকে, ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে । সেই মামলাতেও 27 জানুয়ারি পর্যন্ত তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল । অভিযোগ, 21 ডিসেম্বর অন্য একটি অভিযোগে অর্জুনকে নোটিশ ধরাতে গেলে হেনস্থার শিকার হন ভাটপাড়া থানার ওসি ৷ এরপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় ভাটপাড়া থানায় । শুরু হয় তদন্ত ।

এই অভিযোগ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং । সেই আবেদনের ওপর 27 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি শম্পা দত্ত পাল । মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নিয়মিত বেঞ্চে ।

কলকাতা, 30 ডিসেম্বর: বর্ষশুরুর আগে স্বস্তি বিজেপি নেতা অর্জুন সিংয়ের ৷ বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় 8 জানুয়ারি পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না ৷ সোমবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত পাল । পাশাপাশি অর্জুন সিংহকে জিজ্ঞাসাবাদের নামে 41 (A) ও 35 (3) তে দেওয়া নোটিশেও স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং একটি জনসভা থেকে মন্তব্য করেন, "বাংলাদেশি জেহাদিরা শুভেন্দু অধিকারীকে মেরে ফেলতে চায় ...।" অর্জুন সিংয়ের এই বক্তব্যের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদ্দল থানায় এফআইআর দায়ের করেন । সেই এফআইয়ার খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং । সেই মামলাতেই আগামী 8 জানুয়ারি পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে নিষেধ পুলিশকে । ফের রেগুলার বেঞ্চে মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি ।

অন্যদিকে, ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার অভিযোগ ওঠে অর্জুন সিংয়ের বিরুদ্ধে । সেই মামলাতেও 27 জানুয়ারি পর্যন্ত তদন্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল । অভিযোগ, 21 ডিসেম্বর অন্য একটি অভিযোগে অর্জুনকে নোটিশ ধরাতে গেলে হেনস্থার শিকার হন ভাটপাড়া থানার ওসি ৷ এরপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় ভাটপাড়া থানায় । শুরু হয় তদন্ত ।

এই অভিযোগ খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং । সেই আবেদনের ওপর 27 জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি শম্পা দত্ত পাল । মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নিয়মিত বেঞ্চে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.