কলকাতা, 10 জুলাই:হিউম্যান রাইটসের স্নাতকোত্তর স্তরের পড়াশোনা আইন বিভাগের অধীনে পরিচালিত হবে ৷ সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এতদিন পর্যন্ত এই কোর্স বালিগঞ্জ সায়েন্স কলেজের ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি'র অধীনে ছিল ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই নতুন সিদ্ধান্তে হিউম্যান রাইটস কোর্সের পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠল ।
হিউম্যান রাইটস কোর্সের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কীভাবে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে রেখে পরিচালনা করা সম্ভব, সে নিয়ে প্রশ্নও তুলেছে পড়ুয়াদের একাংশ ৷ এই অবস্থায় বাম ছাত্র সংগঠন এসএফআই একাধিক দাবি তুলেছে ৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির সভাপতি তাজবুল হক বলেন, "আমাদের স্পষ্ট দাবি, হিউম্যান রাইটস কোর্সকে ডিপার্টমেন্ট অফ ল-র অধীনে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করে এই সেল্ফ-ফিন্যান্স কোর্সকে রেগুলার কোর্সে রূপান্তরিত করতে হবে এবং এই কোর্সে পড়ার খরচ কমাতে হবে ৷ হিউম্যান রাইটসের স্নাতকোত্তর কোর্সে শূন্যপদে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে ৷ এই কোর্সকে আগামীতে স্বাধীন ডিপার্টমেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ৷"