সিউড়ি, 7 জানুয়ারি: দেউচা-পাচামি নিয়ে প্রশাসনিক তৎপরতার মাঝেই চাকরি ও ন্যায্য মূল্যের দাবি তুললেন শিবপুরের জমিদাতারা ৷ সোমবার নিজেদের দাবি-দাবা নিয়ে সিউড়িতে জেলাশাসক বিধান রায়ের কাছে ডেপুটেশন দেন ওইসব চাষিরা ৷ সিউড়ি পুলিশ লাইন থেকে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয় এদিন ৷
2000 সালে বাম আমলে বীরভূম জেলার বোলপুরের শিবপুরে প্রায় 300 একর চাষ জমি শিল্পের নামে অধিগ্রহণ করা হয়েছিল ৷ দুই ফসলা চাষ জমি দিতে নারাজ ছিলেন অনেকেই ৷ বলপূর্বক মাত্র 48 হাজার টাকা বিঘে প্রতি জমি অধিগ্রহণ করা হয়েছিল ৷ অনেকে সেই টাকা নেননি ৷ অভিযোগ, বাম আমলে শিল্পের নামে জমি অধিগ্রহণ করে সেই জমিতে আবাসন প্রকল্প করেছে তৃণমূল সরকার ৷ অথচ, জমিদাতারা পায়নি ন্যায্য মূল্য, পায়নি প্রতিশ্রুতি মত চাকরি ।
তবে রাজ্যে পালা বদলের পর ওই জমিতে শিল্প হবে ঘোষণা করেছিল তৃণমূল সরকার । কিন্তু, দেখা গেল পরবর্তীতে শিল্প হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী হিডকো এই জমিতে গীতবিতান আবাসন প্রকল্প ও বিশ্ব ক্ষুদ্র বাজার করেছে ৷ অর্থাৎ, শিল্পের নামে অধিগৃহীত জমিতে গড়ে উঠেছে আবাসন ৷ এর প্রতিবাদে দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন করে আসছেন জমিহারা চাষিরা ৷
তাঁদের স্পষ্ট দাবি, শিল্প হলে জমি দেব, না হলে জমি ফিরিয়ে দেওয়া হোক ৷ চাষিদের যুক্তি, শিল্প হলে কর্মসংস্থান হবে ৷ আবাসন প্রকল্প হয়েছে, এতে অল্প টাকায় জমি কিনে কটেজ বানিয়ে রাজ্য সরকার বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ । এই মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে । দেশের শীর্ঘ আদালত দ্রুত এই জমি বিবাদ নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে ৷ 10 জানুয়ারি ফের ওই মামলার শুনানি ৷ তার আগে বীরভূম জেলাশাসক বিধান রায়কে ডেপুটেশন দিলেন বোলপুরের শিবপুরের জমিদাতা চাষিরা ।
প্রসঙ্গত, দেউচা-পাচামিতে কয়লা খনি প্রকল্পের জন্য রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে ৷ এই কাজ দ্রুত হচ্ছে না বলে বীরভূম জেলাশাসককে প্রশাসনিক বৈঠক থেকে ধমকও দেন মুখ্যমন্ত্রী । তারপরেই রাজ্যের মুখ্যসচিব, ডিজি ও পিডিসিএল -এর সচিবরা উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ দেউচা-পাচামি নিয়ে প্রশাসনিক তৎপরতার মাঝেই শিবপুরের জমিদাতা চাষিরা তাঁদের দাবি নিয়ে পথে নামলেন ৷ যাতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে জেলা প্রশাসন । যদিও ইটিভি ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফে কেউ কিছু বলতে চাননি ৷
জমিতাদা চাষিদের মধ্যে মির্জা জসীমউদ্দিন ও তুলসী ঘোষ বলেন, "রাজ্য সরকার জমির দালালি করছে ৷ আমাদের কাছে বলপূর্বক অল্প টাকা জমি নিয়ে ফ্ল্যাট করে বিক্রি করছে । আমরা শিল্পের জন্য জমি দিয়েছিলাম ৷ শিল্প তো হয়নি ৷ আমাদের জমির ন্যায্য মূল্য ও চাকরি দিক ৷ এই দাবিতে ডেপুটেশন দিলাম ৷ সরকারের জমির দালালি মানবো না ।"