ETV Bharat / bharat

ব্রহ্মপুত্রে চিনের প্রস্তাবিত নদীবাঁধ নিয়ে সতর্ক ভারত, জানালেন রাজনাথ সিং - CHINA DAM ON BRAHMAPUTRA

দেশের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ করছে কেন্দ্র ৷ চিনের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী ৷

CHINA DAM ON BRAHMAPUTRA
রাজনাথ সিং (পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 12:20 PM IST

আগ্রা, 8 জানুয়ারি: সতর্ক রয়েছে ভারত ৷ চিনের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ ভারত সীমান্তের কাছে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বেজিংয়ের প্রস্তাবিত বাঁধ নির্মাণ প্রসঙ্গে এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি জানান, দেশ তথা দেশবাসীর স্বার্থরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে ৷

সম্প্রতি, ভারত সিমান্তের কাছ তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের কথা জানায় চিন ৷ বেজিংয়ের দাবি, বিশ্বে সর্ববৃহৎ এই বাঁধের সাহায্যে আগের থেকে তিনগুণ বেশি জলবিদ্যুৎ উৎপাদন করবে তারা ৷ বিষয়টি উদ্বেগ বাড়ে ভারতের ৷ মঙ্গলবার আগ্রায় বিষয়টি নিয়ে রাজনাথ সিংকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "চিনের সিদ্ধান্ত সম্পর্ক ভারত সরকার সতর্ক রয়েছে ৷ ব্রহ্মপুত্রের জলের প্রবাহে যাতে ঘাটতি না-হয়, ইতিমধ্যেই কূটনৈতিক মাধ্যমে সেই বিষয়ে চিনের সঙ্গে কথাও বলা হয়েছে ৷"

প্রসঙ্গত, চিনের ইয়ারলুং সাংপো নদী ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত ৷ হিমাবাহ থেকে সৃষ্ট এই নদী ভারতের অরুণাচল প্রদেশ ও অসম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৷ ফলে, চিনের প্রস্তাবিত এই বাঁধের কারণে নদী প্রবাহের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের ৷ অবশ্য এই বাঁধের কারণে নদীর প্রবাহে কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছে বেজিং সরকার ৷ তবে ভারত প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷

এদিন রাজনাথ সিং আরও বলেন, "অতীতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সিদ্ধান্ত, বক্তব্যের গুরুত্ব কম ছিল ৷ তবে বর্তমানে পরিস্থিতিতে বদলেছে ৷ এখন ভারতের তরফে কিছু বলা হলে, তা মানুষ শোনেন ৷ বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ভারত উন্নতির শিখরে পৌঁছেছে ৷ আগে অর্থনীতিতে বিশ্বের মধ্য়ে 11তম স্থানে ছিল দেশ ৷ বর্তমানে অর্থনীতিতে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত ৷ আগামী আড়াই বছরে অর্থনীতিতে দেশ তৃতীয় স্থানে পৌঁছে যাবে ৷"

পড়ুন: ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে

আগ্রা, 8 জানুয়ারি: সতর্ক রয়েছে ভারত ৷ চিনের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখা হচ্ছে ৷ ভারত সীমান্তের কাছে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বেজিংয়ের প্রস্তাবিত বাঁধ নির্মাণ প্রসঙ্গে এ কথা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ তিনি জানান, দেশ তথা দেশবাসীর স্বার্থরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে ৷

সম্প্রতি, ভারত সিমান্তের কাছ তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের কথা জানায় চিন ৷ বেজিংয়ের দাবি, বিশ্বে সর্ববৃহৎ এই বাঁধের সাহায্যে আগের থেকে তিনগুণ বেশি জলবিদ্যুৎ উৎপাদন করবে তারা ৷ বিষয়টি উদ্বেগ বাড়ে ভারতের ৷ মঙ্গলবার আগ্রায় বিষয়টি নিয়ে রাজনাথ সিংকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "চিনের সিদ্ধান্ত সম্পর্ক ভারত সরকার সতর্ক রয়েছে ৷ ব্রহ্মপুত্রের জলের প্রবাহে যাতে ঘাটতি না-হয়, ইতিমধ্যেই কূটনৈতিক মাধ্যমে সেই বিষয়ে চিনের সঙ্গে কথাও বলা হয়েছে ৷"

প্রসঙ্গত, চিনের ইয়ারলুং সাংপো নদী ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত ৷ হিমাবাহ থেকে সৃষ্ট এই নদী ভারতের অরুণাচল প্রদেশ ও অসম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৷ ফলে, চিনের প্রস্তাবিত এই বাঁধের কারণে নদী প্রবাহের উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ মহলের ৷ অবশ্য এই বাঁধের কারণে নদীর প্রবাহে কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছে বেজিং সরকার ৷ তবে ভারত প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷

এদিন রাজনাথ সিং আরও বলেন, "অতীতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের সিদ্ধান্ত, বক্তব্যের গুরুত্ব কম ছিল ৷ তবে বর্তমানে পরিস্থিতিতে বদলেছে ৷ এখন ভারতের তরফে কিছু বলা হলে, তা মানুষ শোনেন ৷ বর্তমানে প্রতিটি ক্ষেত্রে ভারত উন্নতির শিখরে পৌঁছেছে ৷ আগে অর্থনীতিতে বিশ্বের মধ্য়ে 11তম স্থানে ছিল দেশ ৷ বর্তমানে অর্থনীতিতে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছে ভারত ৷ আগামী আড়াই বছরে অর্থনীতিতে দেশ তৃতীয় স্থানে পৌঁছে যাবে ৷"

পড়ুন: ইসরো প্রধানের পদে ভি নারায়ণন, 14 জানুয়ারি থেকে নতুন দায়িত্বে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.