মালদা, 7 জানুয়ারি: নতুন বছরের শুরুতে বড় সাফল্য আরপিএফ-এর ৷ মালদা স্টেশন থেকে উদ্ধার হল কোটি টাকা মূল্যের মাদক । আরপিএফ সূত্রে খবর, গত 5 জানুয়ারি অর্থাৎ রবিবার স্টেশন দিয়ে পাচার হওয়ার সময় এই হেরোইন উদ্ধার করেন আরপিএফ কর্মীরা ৷
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, আরপিএফ আধিকারিকদের একটি বিশেষ দল ডাউন 22504 বিবেক এক্সপ্রেসে বিশেষ অভিযান চালান । তল্লাশি অভিযান চলাকালীন ট্রেন থেকে 461 গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য 2 কোটি 30 লক্ষ 50 হাজার টাকা । সঙ্গে সঙ্গে হেরোইন বাজেয়াপ্ত করা হয় ৷ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তা মালদা আরপিএফ-এর কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ৷
উল্লেখ্য, নেটওয়ার্ক জুড়ে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ রেল কর্তৃপক্ষ । আরপিএফ 'অপারেশন নারকোস'-এর অধীনে মাদক পাচার রোধ এবং রেলের সুরক্ষার অখণ্ডতা রক্ষা করতে একের পর এক সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছে ৷ এদিনের অভিযান তারই একটি অংশ ৷ অভিযানে এই ধরনের সাফল্য আরপিএফ-এর জাতীয় নিরাপত্তায় অবদান এবং রেলপথে যাত্রীদের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে বলে জানিয়েছে রেল ।
প্রসঙ্গত, রাজ্যজুড়ে ওষুধ ও মাদক পাচারের অবৈধ চক্র খুঁজে বের করতে মরিয়া পুলিশ ৷ সম্প্রতি কলকাতা থেকে প্রচুর পরিমাণে ভেজাল ওষুধ উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া ওষুধের মধ্যে রয়েছে মারণ রোগ ক্যানসার থেকে ডায়াবেটিসের মতো ওষুধ ৷ বাজেয়াপ্ত ভেজাল ওষুধের বাজারমূল্য আনুমানিক 6 কোটি 60 লক্ষ টাকা ৷ ঘটনায় ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতার করা হয় ৷