ETV Bharat / entertainment

মুখোমুখি মাফিয়া অপরাজিতা-পুলিশ বনি, 'বানসারা'র রক্ষক এবার কে ? - APARAJITA AUDDY WITH BONNY

একজন মাফিয়া আর একজন পুলিশ অফিসার ৷ দ্বৈরথে অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্ত ৷ প্রকাশ্যে চরিত্রদের প্রথম ঝলক ৷

Bansara movie shooting
'বানসারা' ছবির শুটিং (Pr Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 23, 2025, 11:18 AM IST

কলকাতা, 23 জানুয়ারি: এই পুজোতেই আসছে আতিউল ইসলাম পরিচালিত বাংলা সিনেমা 'বানসারা'। প্রকাশ্যে চরিত্রদের লুক। ছবির শুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। সেখানকার বহু জায়গায় সেট বানিয়ে চলছে ছবির শ্যুটিং। ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির অবস্থান এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে। 'বানসারা'র চরিত্রদের লুকেই রয়েছে বড় চমক।

এই ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মা'র চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেশ নামের এক পুলিশের চরিত্রে। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে 'বানসারা'। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী।

Bansara movie shooting
বিশেষ দৃশ্যে বনি (Pr Handout)

পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, "পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়-সাতশো টেকনিশিয়ান নিয়ে শুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে এর আগে এইভাবে দর্শক দেখেনি এটুকু বলতে পারি। এটা পুজোর বড় ছবি হতে পারে।"

Bansara movie shooting
শুটিংয়ে বনি (Pr Handout)

এই গ্রামের শেষ কথা গৌরীকা দেবী। গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর অঙ্গুলিহেলনে। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ দায়িত্ব নিয়ে আসে পুলিশ অফিসার অজিতেশ।বানসারার রক্ষক এবার কে হবে তা হলে? ছবিতে আরও সব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। 'পিএম মুভিজ'-এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে পুজোতে আসবে 'বানসারা'।

কলকাতা, 23 জানুয়ারি: এই পুজোতেই আসছে আতিউল ইসলাম পরিচালিত বাংলা সিনেমা 'বানসারা'। প্রকাশ্যে চরিত্রদের লুক। ছবির শুটিং শুরু হয়েছে পুরুলিয়াতে। সেখানকার বহু জায়গায় সেট বানিয়ে চলছে ছবির শ্যুটিং। ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি। মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির অবস্থান এই ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে। 'বানসারা'র চরিত্রদের লুকেই রয়েছে বড় চমক।

এই ছবিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মা'র চরিত্রে। অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তকে দেখা যাবে অজিতেশ নামের এক পুলিশের চরিত্রে। 'বানসারা' মূলত পুরুলিয়ার জঙ্গলে ঘেরা একটি গ্রাম। গ্রামের বনদেবীর নাম অনুসারেই গ্রামের নাম হয়েছে 'বানসারা'। এই বনদেবী এতটাই জাগ্রত যে, গ্রামের অপরাধীদের নিজের হাতে সাজা দেয়। দেবীর ইচ্ছে, আদেশ সবকিছু বড়মা মারফত গ্রামের সবার কাছে পৌঁছে দেন। এই বড়মা হলেন গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে গৌরীকা দেবী।

Bansara movie shooting
বিশেষ দৃশ্যে বনি (Pr Handout)

পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, "পুজোতে এই ছবি মুক্তি পাবে। প্রতিদিন প্রায় ছয়-সাতশো টেকনিশিয়ান নিয়ে শুটিং হচ্ছে। ছবিতে তিনটে গান আছে। অপরাজিতা আঢ্য ও বনি সেনগুপ্তকে এর আগে এইভাবে দর্শক দেখেনি এটুকু বলতে পারি। এটা পুজোর বড় ছবি হতে পারে।"

Bansara movie shooting
শুটিংয়ে বনি (Pr Handout)

এই গ্রামের শেষ কথা গৌরীকা দেবী। গ্রামের ভালো মন্দ সবকিছু ঠিক হয় এই গৌরীকা দেবীর অঙ্গুলিহেলনে। বানসারার রক্ষক ও সর্বময় এই গৌরীকা দেবী। কিন্তু এই গ্রামে হঠাৎ দায়িত্ব নিয়ে আসে পুলিশ অফিসার অজিতেশ।বানসারার রক্ষক এবার কে হবে তা হলে? ছবিতে আরও সব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গ্রামের প্রধান শিক্ষিকাকে। প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুন সরকার। 'পিএম মুভিজ'-এর ব্যানারে সারফারাজ মল্লিকের প্রযোজনাতে পুজোতে আসবে 'বানসারা'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.