কলকাতা, 2 জুলাই: গণপিটুনির ঘটনায় আর্থিক সাহায্য এবং ক্ষতিগ্রস্ত পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভর্মা। 'গণপিটুনি' শব্দটি ব্যবহার না করেই এদিনের সম্মেলনে সাম্প্রতিককালে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার কথা উল্লেখ করেন তাঁরা ৷
গণপিটুনির ঘটনায় আর্থিক সহায়তা (ইটিভি ভারত) এদিন আলাপন বলেন, "সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা রাজ্য সরকারের গোচরে এসেছে। এই সূত্রে পুলিশ কর্তৃপক্ষকে সর্বাধিক সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে ৷ পাশাপাশি কড়া আইনানুগ পদক্ষেপ নিতে বলা হয়েছে। মানুষকেও জাগ্রত ও সতর্ক থাকতে হবে। ঘটনাগুলি দুঃখজনক। এই সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য কোনও ক্ষতিপূরণই যথেষ্ট নয়। তবে অর্থনৈতিক সহায়তার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ পরিবারপিছু একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে। এছাড়া পরিবারপিছু দু'লক্ষ টাকা অর্থনৈতিক ক্ষতিপূরণও দেওয়া হবে।"
এডিজি আইনশৃঙ্খলা বলেন, "আমাদের সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার-সহ যত ইউনিট আছে সকলকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি আইন ভাঙেন, তাহলে সেই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশকে এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়াতেও বলা হয়েছে। পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। যাতে পুলিশের কাছে তৎক্ষণাৎ খবর আসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় তাও নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, বিগত কয়েকদিনে বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি ৷ বারাসত থেকে হুগলির পাণ্ডুয়া বা তারকেশ্বর নানা জায়গায় গণপিটুনির ঘটনা সামনে এসেছে ৷ ঘটনাপ্রবাহ বাড়তে থাকায় এবার কড়া হাতে তা দমন করতে প্রস্তুত প্রশাসন ৷ একদিকে যেমন পুলিশকে আরও কড়া ভূমিকা নিতে বলা হয়েছে তেমনই সচেতনতা বাড়ানোর কথাও বলা হয়েছে ৷ যদিও সাংবাদিকদের তরফ থেকে 'গণপিটুনি' নিয়ে প্রশ্ন করা হলে গোটা বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন মুখ্য উপদেষ্টা আলাপন। যা নিয়ে বিরোধী শিবির কটাক্ষ করতেও শুরু করেছে ৷