ETV Bharat / state

জাল পরিচয়পত্র-চক্রের সক্রিয়তা নিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন মিঠুন - MITHUN CHAKRABORTY

বাংলাদেশিদের থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার নিয়ে আশঙ্কা প্রকাশ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ৷ পশ্চিমবঙ্গ জুড়ে জাল পাসপোর্টের চক্র চলছে বলে অভিযোগ তাঁর ৷

Mithun Chakraborty
দেগঙ্গায় বিজেপির সদস্যতা অভিযান ক্যাম্পে মিঠুন চক্রবর্তী ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2024, 3:47 PM IST

দেগঙ্গা, 23 ডিসেম্বর: এদেশে জাল পাসপোর্ট চক্রের হদিশ পাওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বৈধ নথি নিয়ে ভারতে ঢুকে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানানোর বিষয়টি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

উত্তর 24 পরগনার দেগঙ্গা বিধানসভা এলাকায় বিজেপির সদস্যতা অভিযানে যান তিনি ৷ সেখানে তিনি বলেন, "বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে ৷ একটা চক্র সক্রিয় এটা ৷ এর দায় সরকারের ৷ জাল আধার, পাসপোর্ট উদ্ধার হচ্ছে, এটা আমি অনেক আগেই বলেছি ৷"

জাল পরিচয়পত্র-চক্রের সক্রিয়তা নিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন মিঠুন (ইটিভি ভারত)

উল্লেখ্য, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসে অসম পুলিশের আধিকারিকরা বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করে ৷ তাদের সবার কাছে নকল ভারতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ আর এর পিছনে রাজ্যের শাসকদলের নিচুতলার একাংশের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন মিঠুন ৷ এক্ষেত্রে রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

এছাড়া পদ্মাপারে কট্টরপন্থীদের ভারত বিদ্বেষ, সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উদ্বেগপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রতিবেশী বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গের জন্য বিপদের বলে মন্তব্য করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷

Mithun Chakraborty
দেগঙ্গায় বিজেপির সদস্যতা অভিযান ক্যাম্পে মিঠুন চক্রবর্তী ৷ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নিতে হবে ৷ ওপার বাংলায় যেটা হচ্ছে, সেটা আমাদের দেশের জন্য ভালো নয় ৷ বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের ৷ একসঙ্গে লড়তে হবে ৷ যদি না-লড়তে পারি, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার ৷ তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৷"

দেগঙ্গা, 23 ডিসেম্বর: এদেশে জাল পাসপোর্ট চক্রের হদিশ পাওয়া নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ বৈধ নথি নিয়ে ভারতে ঢুকে বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানানোর বিষয়টি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

উত্তর 24 পরগনার দেগঙ্গা বিধানসভা এলাকায় বিজেপির সদস্যতা অভিযানে যান তিনি ৷ সেখানে তিনি বলেন, "বাংলাদেশিদের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট উদ্ধার হচ্ছে ৷ একটা চক্র সক্রিয় এটা ৷ এর দায় সরকারের ৷ জাল আধার, পাসপোর্ট উদ্ধার হচ্ছে, এটা আমি অনেক আগেই বলেছি ৷"

জাল পরিচয়পত্র-চক্রের সক্রিয়তা নিয়ে রাজ্যের ঘাড়ে দায় চাপালেন মিঠুন (ইটিভি ভারত)

উল্লেখ্য, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসে অসম পুলিশের আধিকারিকরা বাংলাদেশের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করে ৷ তাদের সবার কাছে নকল ভারতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ আর এর পিছনে রাজ্যের শাসকদলের নিচুতলার একাংশের মদত রয়েছে বলে অভিযোগ করেছেন মিঠুন ৷ এক্ষেত্রে রাজ্যের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷

এছাড়া পদ্মাপারে কট্টরপন্থীদের ভারত বিদ্বেষ, সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা নিয়েও উদ্বেগপ্রকাশ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ প্রতিবেশী বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের জন্য, বিশেষত পশ্চিমবঙ্গের জন্য বিপদের বলে মন্তব্য করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷

Mithun Chakraborty
দেগঙ্গায় বিজেপির সদস্যতা অভিযান ক্যাম্পে মিঠুন চক্রবর্তী ৷ (নিজস্ব চিত্র)

তিনি বলেন, "বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নিতে হবে ৷ ওপার বাংলায় যেটা হচ্ছে, সেটা আমাদের দেশের জন্য ভালো নয় ৷ বাংলাদেশ থেকে শিখতে হবে আমাদের ৷ একসঙ্গে লড়তে হবে ৷ যদি না-লড়তে পারি, তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকার ৷ তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.