ETV Bharat / state

ইটিভি ভারতকে কী আশঙ্কার কথা শোনালেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক - ABHIJIT VINAYAK BANERJEE

জল নিয়ে স্বার্থপরতা কমিয়ে সমবণ্টনের পক্ষে সওয়াল করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । শান্তিনিকেতনে তাঁর সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের অভিষেক দত্ত রায় ৷

ETV BHARAT
ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপে নোবেলজয়ী অর্থনীতিবিদ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2024, 3:35 PM IST

বোলপুর, 23 ডিসেম্বর: জলস্তর নেমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপে জলের সুষম বণ্টনের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ তাঁর দাবি, জল নিয়ে স্বার্থপরতা বন্ধ না-হলে ভবিষ্যতে খুব পস্তাতে হবে ।

এ ব্যাপারে দিল্লির আম আদমি পার্টি সরকারের প্রশংসা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । তিনি বলেন, "জলবণ্টনে সমতা নিয়ে বেশকিছুটা চিন্তা দেখিয়েছে আপ সরকার ।" তবে জল সংরক্ষণ ও বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক কোনও সহযোগিতা এদেশে নেই বলে বিস্ফোরক দাবি করেন নোবেলজয়ী ।

শান্তিনিকেতনে ইটিভি ভারতের মুখোমুখি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

দীর্ঘদিন ধরে কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রে জলের ব্যবহার, বহুজাতিক সংস্থাগুলিতে জলের ব্যবহার, দেশের বিভিন্ন প্রান্তে জলস্তর, ভৌম জল প্রভৃতি নিয়ে নিরলস চর্চা ও গবেষণা করে চলেছেন বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে 'বেঙ্গল বিনালে'। তারই শেষ দিনে শান্তিনিকেতনে আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বাদ আর্ট গ্যালারিতে একটি আলোচনায় অংশ নেন তিনি ৷ তার আগে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষৎকারে আগামীর জল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, "এখনও পর্যন্ত জল সংকট নিয়ে আমরা সামাজিক ভাবে খুব একটা কিছু ভাবিওনি, করিওনি ৷ এই ধরুন ভারতে নানা জায়গায় লোকে পাম্প লাগিয়ে জল তুলছে ৷ তবে পাম্পের জন্য যে ইলেকট্রিসিটি মাশুল দেওয়ার কথা, তা দিতে হয় না । জল তোলা খুব সস্তা, তাই সমানে জল বের করছে । ফলে জলস্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে ৷ কিছু কিছু জায়গায় জল প্রায় ফুরিয়ে যাবে, এখন থেকেই এমনটা মনে হচ্ছে ৷ আগামী 10-15 বছরে হয়তো তা ফুরিয়ে যাবে ৷ যে কোনও চাষি জল পেলে ভালো । কিন্তু, এতে সমতা নষ্ট হলে সেটা তো ভালো নয় ৷ এই বিষয়ে আলোচনা হওয়া দরকার যে, সবাই মিলে এক হয়ে কী করতে পারি । নইলে আগামীতে আরও জলের অভাব হবে ৷"

ETV BHARAT
শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

এবিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের থেকে বেশ কয়েকটি বিষয় জেনে নেয় ইটিভি ভারত ৷

ইটিভি ভারত: জল সংকট নিয়ে রাষ্ট্রের কী ভূমিকা ? কী সমাধান ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: সত্যি কথা বলতে, রাষ্ট্রের ভূমিকা তো জানাই আছে ! জল সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে ৷ যেমন - যাঁরা বড়লোক, যাঁদের বড় বড় লন আছে, তাঁদের বেশি জল না দেওয়া । যাঁরা বেশি জল ব্যবহার করেন, তাঁদের জলের দাম বাড়িয়ে দেওয়া ৷ জলের বিভাগকে নিয়ে কিছুটা চিন্তা দেখিয়েছে দিল্লির আপ সরকার । এমন নয় যে, আমরা সমস্যাটা জানি না । প্রত্যেকেরই মনে হচ্ছে আমার এখন অধিকার আছে । এটা ভাবলে অন্যায় হবে ৷ এই জল নিয়ে স্বার্থপরতা হলে তার কী ফল হতে পারে, এটা যদি না ভাবি, তাহলে ভবিষ্যতে খুব পস্তাবো ।

ইটিভি ভারত: ভারতের মূলত কোন রাজ্যগুলি বেশি সংকটে ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: অবশ্যই সবচেয়ে বেশি সংকট হল পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে ৷ যেখানে বেশি বৃষ্টি হয় না । অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছু অংশেও এই সমস্যা আছে ।

ইটিভি ভারত: সরকারের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: সরকার কী করতে পারে এটা জানা আছে ৷ করতে গেলে একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার হয়, সেটা আপাতত নেই । লোকজনকে বুঝতে হবে, এটা যদি না করে, তবে পরে সবাই পস্তাবে ৷

এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের নোবেলভূমে এসেও আপ্লুত আরেক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । বেঙ্গল বিনালের শৈল্পিক আয়োজনেরও ভূয়সী প্রশংসা করেন তিনি ।

বোলপুর, 23 ডিসেম্বর: জলস্তর নেমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । ইটিভি ভারতের সঙ্গে একান্ত আলাপে জলের সুষম বণ্টনের পক্ষে সওয়াল করলেন তিনি ৷ তাঁর দাবি, জল নিয়ে স্বার্থপরতা বন্ধ না-হলে ভবিষ্যতে খুব পস্তাতে হবে ।

এ ব্যাপারে দিল্লির আম আদমি পার্টি সরকারের প্রশংসা করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ । তিনি বলেন, "জলবণ্টনে সমতা নিয়ে বেশকিছুটা চিন্তা দেখিয়েছে আপ সরকার ।" তবে জল সংরক্ষণ ও বণ্টনের ক্ষেত্রে রাজনৈতিক কোনও সহযোগিতা এদেশে নেই বলে বিস্ফোরক দাবি করেন নোবেলজয়ী ।

শান্তিনিকেতনে ইটিভি ভারতের মুখোমুখি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ভিডিয়ো)

দীর্ঘদিন ধরে কৃষিক্ষেত্র, কৃষিক্ষেত্রে জলের ব্যবহার, বহুজাতিক সংস্থাগুলিতে জলের ব্যবহার, দেশের বিভিন্ন প্রান্তে জলস্তর, ভৌম জল প্রভৃতি নিয়ে নিরলস চর্চা ও গবেষণা করে চলেছেন বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গে হচ্ছে 'বেঙ্গল বিনালে'। তারই শেষ দিনে শান্তিনিকেতনে আসেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী স্বাদ আর্ট গ্যালারিতে একটি আলোচনায় অংশ নেন তিনি ৷ তার আগে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষৎকারে আগামীর জল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ।

তিনি বলেন, "এখনও পর্যন্ত জল সংকট নিয়ে আমরা সামাজিক ভাবে খুব একটা কিছু ভাবিওনি, করিওনি ৷ এই ধরুন ভারতে নানা জায়গায় লোকে পাম্প লাগিয়ে জল তুলছে ৷ তবে পাম্পের জন্য যে ইলেকট্রিসিটি মাশুল দেওয়ার কথা, তা দিতে হয় না । জল তোলা খুব সস্তা, তাই সমানে জল বের করছে । ফলে জলস্তর ধীরে ধীরে নেমে যাচ্ছে ৷ কিছু কিছু জায়গায় জল প্রায় ফুরিয়ে যাবে, এখন থেকেই এমনটা মনে হচ্ছে ৷ আগামী 10-15 বছরে হয়তো তা ফুরিয়ে যাবে ৷ যে কোনও চাষি জল পেলে ভালো । কিন্তু, এতে সমতা নষ্ট হলে সেটা তো ভালো নয় ৷ এই বিষয়ে আলোচনা হওয়া দরকার যে, সবাই মিলে এক হয়ে কী করতে পারি । নইলে আগামীতে আরও জলের অভাব হবে ৷"

ETV BHARAT
শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

এবিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদের থেকে বেশ কয়েকটি বিষয় জেনে নেয় ইটিভি ভারত ৷

ইটিভি ভারত: জল সংকট নিয়ে রাষ্ট্রের কী ভূমিকা ? কী সমাধান ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: সত্যি কথা বলতে, রাষ্ট্রের ভূমিকা তো জানাই আছে ! জল সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে হবে ৷ যেমন - যাঁরা বড়লোক, যাঁদের বড় বড় লন আছে, তাঁদের বেশি জল না দেওয়া । যাঁরা বেশি জল ব্যবহার করেন, তাঁদের জলের দাম বাড়িয়ে দেওয়া ৷ জলের বিভাগকে নিয়ে কিছুটা চিন্তা দেখিয়েছে দিল্লির আপ সরকার । এমন নয় যে, আমরা সমস্যাটা জানি না । প্রত্যেকেরই মনে হচ্ছে আমার এখন অধিকার আছে । এটা ভাবলে অন্যায় হবে ৷ এই জল নিয়ে স্বার্থপরতা হলে তার কী ফল হতে পারে, এটা যদি না ভাবি, তাহলে ভবিষ্যতে খুব পস্তাবো ।

ইটিভি ভারত: ভারতের মূলত কোন রাজ্যগুলি বেশি সংকটে ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: অবশ্যই সবচেয়ে বেশি সংকট হল পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যে ৷ যেখানে বেশি বৃষ্টি হয় না । অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের কিছু অংশেও এই সমস্যা আছে ।

ইটিভি ভারত: সরকারের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে ?

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়: সরকার কী করতে পারে এটা জানা আছে ৷ করতে গেলে একটা পলিটিক্যাল সাপোর্ট দরকার হয়, সেটা আপাতত নেই । লোকজনকে বুঝতে হবে, এটা যদি না করে, তবে পরে সবাই পস্তাবে ৷

এদিন রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেনের নোবেলভূমে এসেও আপ্লুত আরেক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় । বেঙ্গল বিনালের শৈল্পিক আয়োজনেরও ভূয়সী প্রশংসা করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.