পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রিপোর্ট কার্ড প্রকাশ করল শিলিগুড়ি পৌরবোর্ড, কটাক্ষ বিরোধীদের - Siliguri Municipal Corporation

Siliguri Municipal Corporation: 2 বছরের কাজের খতিয়ান দেখাতে রিপোর্ট কার্ড প্রকাশ করল শিলিগুড়ি পৌরনিগম বোর্ড ৷ তবে বিরোধীরা এই রিপোর্টকে কার্যত বিভ্রান্তিকর বলে কটাক্ষ করেছেন ।

ETV Bharat
শিলিগুড়ি পুরবোর্ড

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 2:56 PM IST

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি:বিগত 2 বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পৌরবোর্ড ৷ তাদের দাবি, বর্তমান বোর্ড কর আদায় করে একদিকে যেমন পৌরনিগমের আয় বৃদ্ধি করেছে তেমনই সব থেকে বেশি সাধারণ মানুষের সমস্যা সমাধানে সফলতা লাভ করেছে । চলতি অর্থবর্ষে 2 হাজার 727টি অভিযোগ জমা পড়েছে পুরবাসীর । যার মধ্যে 58 শতাংশ সমস্যার সমাধান করা হয়েছে এবং 27 শতাংশ প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গিয়েছে ।

একদিকে কর আদায়ের মধ্যে দিয়ে যেমন আয় প্রায় দেড় গুণ বেড়েছে অন্যদিকে, উন্নয়ন খাতেও খরচের পরিমাণ বেড়েছে বলে জানা গিয়েছে । যদিও দুই ক্ষেত্রেই 2022-23 অর্থবর্ষের তুলনায় 2023-24 অর্থবর্ষে সে রকম সাফল্য এখনও যে অর্জন করতে পারেনি তা রিপোর্ট কার্ডে প্রকাশ পেয়েছে । এই বিষয়ে পুরবোর্ডের দাবি উন্নয়ন, নাগরিক পরিষেবা, অভাব অভিযোগ, সমস্যা সমাধান এবং জনসংযোগের মধ্যে দিয়ে তারা 85 শতাংশ মানুষকে খুশি করতে পেরেছে ৷ তবে বিরোধীরা এই রিপোর্টকে কার্যত বিভ্রান্তিকর বলে কটাক্ষ করেছেন ।

বিষয়টি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন বলেন, "বর্তমান পুরবোর্ড নিজেদের প্রচার নিজেরা করছে । সাধারণ মানুষের পরিস্থিতি আগেও যা ছিল এখনও তাই রয়েছে ।" মেয়র গৌতম দেব বলেন, "আমাদের বোর্ড প্রতিনিয়ত কাজের পরিমাণ বাড়িয়ে চলেছে । আমি নিজে এখনও পর্যন্ত 9টি ওয়ার্ডে 'মানুষের কাছে চলো' অনুষ্ঠানে সামিল হয়েছি । যেই ওয়ার্ডে গিয়েছি সেখানেই কোনও কর্মীর বাড়িতে রাত কাটিয়েছি । আমরা ফিল্ডে নেমে কাজ করি বলেই আমাদের বোর্ডের সাফল্য এসেছে । স্বচ্ছতার সঙ্গে বোর্ড চালাই বলেই রিপোর্ট কার্ড প্রকাশ করতে পারি । আগে এসব কখনওই হয়নি ।"

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, 2022 সালের 22 ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পৌরনিগমে ক্ষমতায় আসে । 2021-22 অর্থবর্ষে কর আদায় হয় 15 কোটি 86 লক্ষ টাকা । 2022-23 অর্থবর্ষে তা বেড়ে হয় 22 কোটি 28 লক্ষ টাকা । 2023-24 অর্থবর্ষে (31 জানুয়ারি পর্যন্ত) কর আদায় হয়েছে 18 কোটি 26 লক্ষ টাকা । একইভাবে 2021-22 অর্থবর্ষে নন ট্যাক্স বা অন্য খাতে আয় হয়েছে 27 কোটি 36 লক্ষ টাকা । 2022-23 অর্থবর্ষে তা বেড়ে হয় 39 কোটি 83 লক্ষ টাকা ।

2023-24 অর্থবর্ষে এখনও পর্যন্ত আয় হয়েছে 31 কোটি 41 লক্ষ টাকা । পাশাপাশি উন্নয়নে 2021-22 অর্থবর্ষে খরচ হয়েছিল 170 কোটি 71 লক্ষ টাকা । 2022-23 অর্থবর্ষে তা বেড়ে হয় 215 কোটি 82 লক্ষ টাকা । 2023-24 অর্থবর্ষে এখনও পর্যন্ত খরচ হয়েছে 150 কোটি 59 লক্ষ টাকা । বিজ্ঞাপন থেকে পৌরনিগমের চলতি অর্থবর্ষে আয় হয়েছে 2 কোটি 84 লক্ষ টাকা । পাশাপাশি পার্কিং আদায় করে আয় হয়েছে 2 কোটি 7 লক্ষ টাকা ।

টক টু মেয়র, মেয়রকে লিখুন, হোয়াটসঅ্যাপে ও মানুষের কাছে চলো কর্মসূচির মাধ্যমে মানুষের অভাব অভিযোগের সমাধান করেছে বর্তমান বোর্ড । চলতি অর্থবর্ষে 64টি টক টু মেয়র অনুষ্ঠান হয়েছে । প্রতিদিন গড়ে 23 জন নাগরিক নিজেদের সমস্যা জানিয়েছেন । মোট 1 হাজার 415টি ফোন ধরেছেন মেয়র । যার মাধ্যমে 1 হাজার 105টি সমস্যা উঠে আসে । মেয়রকে লিখুনের মাধ্যমে 93টি জমা পড়া অভিযোগের মধ্যে এখনও পর্যন্ত 54 শতাংশের সমাধান হয়েছে এবং 28 শতাংশ প্রক্রিয়ায় রয়েছে । হোয়াটসঅ্যাপে আসা অভাব অভিযোগের 93 শতাংশই সমাধান করতে সক্ষম হয়েছে পুরবোর্ড । 9টি ওয়ার্ডে এই বছরে মানুষের কাছে চলো কর্মসূচি করেছেন মেয়র । তাতে 750টি অভিযোগ জমা পড়ে । যার মধ্যে 41 শতাংশের সমাধান করা হয়েছে । বাকিটুকুও হয়ে যাবে ৷

আরও পড়ুন :

  1. শিলিগুড়ি পৌরনিগমের সহায়তায় ফুলেশ্বরী ও জোরাপানি নদী সংস্কারের উদ্যোগ সেচ দফতরের
  2. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বিল্ডিং প্ল্যান খুঁজতে নাজেহাল শিলিগুড়ি পৌরনিগম; তৈরি হল বিশেষ দল, এল সিআইডি
  3. 'আপনাকে ভোট দেওয়া বেকার হয়েছে', সমালোচনার মুখে শিলিগুড়ির মেয়র গৌতম

ABOUT THE AUTHOR

...view details