পশ্চিমবঙ্গ

west bengal

'মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই না, চেয়ারের উপর ভরসা আছে', নবান্নে মন্তব্য জুনিয়র ডাক্তারদের - RG Kar Protest

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 10:44 PM IST

Protesting Junior Doctors: বৃহস্পতিবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়ে ওঠেনি ৷ এনিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'ওরা বিচার নয়, চেয়ার চায়'৷ এর প্রেক্ষিতে চিকিৎসকরা জানালেন, তাঁরা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন ৷ পালটা জুনিয়র চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তাঁরা হতাশ। চেয়ারের উপর আস্থা আছে বলেই নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করতে এসেছিলেন।

RG Kar Junior Doctor Protest
নবান্ন থেকে ধরনাস্থলে ফিরছেন চিকিৎসকরা (ইটিভি ভারত)

কলকাতা, 12 সেপ্টেম্বর: জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মুখ্যমন্ত্রীর চেয়ারের বিরুদ্ধে নয় ৷ বরং চেয়ারের উপর আস্থা আছে বলেই নবান্নে তাঁর সঙ্গে বৈঠক করতে এসেছিলেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ার পর এমনই দাবি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ৷ বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি প্রশাসন ৷ এদিকে চিকিৎসকরাও তাঁদের শর্ত থেকে সরে আসেননি ৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শেষ পর্যন্ত নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বৈঠক আর হয়ে ওঠেনি ৷

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "মানুষ বুঝতে পারছেন যে ওরা বিচার চায় না, চেয়ার চায় ৷" এমনকী তিনি মানুষের স্বার্থে ইস্তফা দিতেও রাজি আছেন বলে জানান ৷ সেই প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের তরফে প্রতিক্রিয়ায় জানানো হল তাঁদের আন্দোলন চেয়ারের বিরুদ্ধে নয় ৷

মুখ্যমন্ত্রী আরও জানান, জুনিয়র ডাক্তাররা তাঁর ভাই-বোন ৷ অনেক ছোট ৷ ছোটদের ক্ষমা করে দেওয়া সৌজন্যতা ৷ এদিন আন্দোলনকারী চিকিৎসকরা নবান্নের দ্বারে এসেও ফিরে গিয়েছেন ৷ কিন্তু তিনি তাঁদের ক্ষমা করে দিয়েছেন ৷ এই প্রসঙ্গে চিকিৎসকদের বক্তব্য, "আমরা এতটাও ছোট নই ৷ আমরা এখানে প্রত্যেকে ডাক্তার ৷"

এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এদিন বলা হল, তাঁরা খোলা মনেই আলোচনার জন্য এসেছিলেন ৷ আজকে আলোচনা না হলেও তাঁরা আশা রাখছেন, আলোচনার মাধ্যমেই সমাধানের পথ বেরবে ৷ 32 দিনে তা না হলে 33-34 দিনে অন্তত এই আলোচনা সফল হবে ৷

  • পদত্যাগে রাজি মমতা, বললেন 'ওরা বিচার চায় না, চেয়ার চায়'

তাঁরা এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাঁদের আস্থা রয়েছে ৷ আর সে কারণেই তাঁদের নবান্নে আসা ৷ কিন্তু নির্যাতিতার পরিবার থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ যেভাবে তাঁদের উপর ভরসা রেখেছেন । সেখানে তাঁরা চেয়েছিলেন যাবতীয় আলোচনা খোলাখুলি সবার সামনেই হোক ৷ সেই জন্য লাইভ স্ট্রিমং-এর কথা বলেছিলেন তাঁরা ৷ এদিন জুনিয়র ডাক্তাররা বলেন সদিচ্ছা রয়েছে বলেই আলোচনায় আসা ৷ তবে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতে তাঁরা হতাশ ৷ বিষয়টি বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিং করা যাবে না এমন কথাও ঠিক নয় ৷

ABOUT THE AUTHOR

...view details