ডুমুরডিহা (বাঁকুড়া), 1 মার্চ: পোল্ট্রি ফার্মের দেওয়াল ধসে মৃত্যু এক শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক ৷ ঘটনায় উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার তালডাংরা থানার ডুমুরডিহা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বাঁকুড়ার জেলা শাসক ও পুলিশ সুপার। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতাদের মদতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করাতেই এই দুর্ঘটনা বলে অভিযোগ তোলেন স্থানীয়রা ৷ এরপরেই তাঁরা রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷
এক শ্রমিক বলেন, "টিফিন করার সময় সবাই খাবার খাচ্ছিলাম ৷ দোতলার দেওয়াল ভেঙে পড়ে ৷ গাঁথানি ভালো করে করা হয়নি ৷ ভেজাল জিনিস দিয়ে বানানো হয়েছে ৷ পাঁচজনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ৷" পুলিশ সুপার বৈভব তেওয়ারি বলেন, "আজ সকালে ঘটনাটি ঘটেছে ৷ দোতনার একটা দেওয়াল ভেঙে পড়ে টিনশেডের ওপরে ৷ তার নীচে শ্রমিকরা খাচ্ছিলেন ৷ সেখানেই তাঁরা চাপা পড়ে যান ৷ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ ঘটনায় একজন মারা গিয়েছেন ৷ এই ঘটনার জন্য যাঁরা দায়ী তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ এই নির্মাণের পারমিশন আছে কি না, তা ঠিকভাবে মানা হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হবে ৷"
জেলা শাসক, সিয়াদ এন জানান, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিডিওকে সবরকম তথ্য দিতে বলেছি ৷ টেকনিক্যাল বিষয় রয়েছে ৷ সব খতিয়ে দেখে, তারপরেই কিছু বলা সম্ভব ৷
জানা গিয়েছে, গ্রামে সম্প্রতি একটি বিশালাকার পোল্ট্রি ফার্ম তৈরী করে একটি বেসরকারি সংস্থা। পোল্ট্রি ফার্মের একধারে থাকা গুদামঘর সম্প্রতি দোতলা করার কাজ শুরু করে সংস্থাটি। দুপুরে আচমকাই ওই স্টোরের নির্মীয়মান দোতলার একটি পাঁচিলের বৃহৎ আকার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় ওই স্টোরের টিনের শেডের বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিলেন শ্রমিকেরা। নির্মীয়মান দেওয়ালের একাংশ টিনের শেডের উপর ভেঙে পড়ায় চাপা পড়ে যান 6 জন শ্রমিক। এরমধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।