রায়গঞ্জ, 25 এপ্রিল:দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শুক্রবার । রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ডিসিআরসি গুলিতে ব্যস্ততা তুঙ্গে। সেই ব্যস্ততার ফাঁকে ধরা পড়ল একটি ব্যতিক্রমী চিত্র । সদ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি গিয়েছে প্রায় 26 হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর । উচ্চ আদালতের রায় ঘোষণার আগেই তাঁদের অনেককেই ভোট কর্মী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনের তরফে ৷ আজ দেখা গেল তাঁরাও যাচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রে ।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথ তৈরি করা হয়েছে । সেই সমস্ত বুথে প্রিসাইডিং অফিসার হোক কিংবা পোলিং অফিসার, সকলেই মহিলা। উত্তর দিনাজপুর জেলায় মোট 50টি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ।
একনজরে দেখে নেওয়া যাক জেলার বিধানসভা ভিত্তিক মহিলা পরিচালিত বুথের সংখ্যা:
1. ইসলামপুর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহন কেন্দ্র 1টি
2. গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র 1টি
3. চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 1টি
4. করণদিঘী বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 1টি
5. হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 1টি
6. কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 13টি
7. রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র 30টি
8. চোপড়া বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র 1টি
9. ইটাহার বিধানসভা কেন্দ্রে মহিলা ভোটগ্রহণ কেন্দ্র 1টি
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট মহিলা ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে 48টি । জেলার 2টি বিধানসভা কেন্দ্র যেমন চোপড়া ও ইটাহার, দার্জিলিং ও বালুরঘাটের সঙ্গে যুক্ত ৷ পুরুষদের পাশাপাশি মহিলা ভোট কর্মীরাও বুথে বুথে যাওয়ার জন্য প্রস্তুত । তাঁরাও ডিসিআরসি থেকে ইভিএম-সহ ভোট সংগ্রহের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটগ্রহণ কেন্দ্রে । ভোটের ডিউটি ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল তাঁদের মধ্যেও । তবে এরই মধ্যে উঠে এল এক ব্যতিক্রমী চিত্র ।