ETV Bharat / bharat

5 দশকে রের্কড ঠান্ডা কাশ্মীরে, জমে গিয়েছে ডাল লেক; দেখুন ভিডিয়ো - DAL LAKE FREEZE

নৈসর্গিক কাশ্মীর ৷ আগেই হিমাঙ্কের নীচে চলে গিয়েছে তাপমাত্রা ৷ এবার 1891 সালের পর ডিসেম্বরে তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনগরে ৷ বরফে পুরু ডাল লেক ৷

Kashmir Weather
ডাল লেকে বরফ জমে (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2024, 5:02 PM IST

শ্রীনগর, 21 ডিসেম্বর: গত 5 দশকে সর্বাধিক ঠান্ডা পড়েছে শ্রীনগরে ৷ 1974 সালের পর জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শীতে কাঁপছে ৷ হিমাঙ্গের নীচে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভাঙছে ৷ শ্রীনগরবাসী ইতিমধ্যেই 1891 সালের পর ডিসেম্বরে তৃতীয় সর্বাধিক ঠান্ডা দেখে নিয়েছেন ৷ তীব্র ঠান্ডায় জমে গিয়েছে ডাল লেকের জল। মৌসম ভবন জানিয়েছে, হালকা তুষারপাত হবে সেইসঙ্গে পারদের কাঁটা আরও নামবে ৷

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঠান্ডায় জবুথবু কাশ্মীর ৷ সেইসঙ্গে ভূ-স্বর্গে পুরোদমে শুরু হয়ে গিয়েছে 'চিল্লাই কালান'। বাড়িঘর, গাছপালার উপর পড়েছে শ্বেতশুভ্রের মোটা চাদর। আগামী 40 দিন এই পরিস্থিতি চলবে। প্রতি বছর ডিসেম্বরের 21 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত এই 40 দিনকে কাশ্মীরের স্থানীয়রা চিল্লাই কালান বলে অভিহিত করেন ৷ আগামী কিছুদিন জম্মু ও কাশ্মীরে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জমে গিয়েছে ডাল লেক (ইটিভি ভারত)

কাশ্মীরে ঠান্ডা এতটাই বেশি যে জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। পর্যটকরা দেখে অবাক হয়ে গিয়েছেন ৷ লাঠি দিয়ে মেরে লেকের বরফ ফাটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন শিকারা বাহকরা ৷ পর্যটকদের কথায়, "জীবনে অন্তত একবার ভূ-স্বর্গ দেখা উচিত ৷" প্রথমবার এসে তাঁরা এমন দৃশ্য দেখে অভিভূত ৷

SRINAGAR TEMPERATURE
কুয়াশাচ্ছন্ন দিনে ডাল লেকে পরিযায়ী পাখি (পিটিআই)

পাশাপাশি এলাকার জল সরবরাহের লাইন আশপাশের জলাশয়গুলিও বরফ হয়ে গিয়েছে। আগামী বেশকিছু দিন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। অনন্তনাগ, মাইনাস 10.5, শোপিয়ান মাইনাস 10.4) পুলওয়ামা'র তাপমাত্রা, মাইনাস 10.3 ৷

Srinagar Freezes at Minus 8.5
কাশ্মীরে চিল্লাই কালান শুরু (এএনআই)
  • কাশ্মীরে কোন অঞ্চলে কেমন তাপমাত্রা- শ্রীনগরে মাইনাস 8.5 ডিগ্রি ৷ পহেলগাঁও মাইনাস 8.6, কুপওয়ারা মাইনাস 7.2, কোকেরনাগ মাইনাস 5.8, গুলমার্গে মাইনাস 6.2, সোনমার্গ মাইনাস 8.8, বান্দিপোরা মাইনাস 7.4, বুদগাঁও মাইনাস 8.3 ডিগ্রি সেলসিয়াস, পুলওয়ামা মাইনাস 10.3, অনন্তনাগ মাইনাস 10.5, কুলগাঁও মাইনাস 6.8।
  • জম্মুর অঞ্চলগুলিতে কেমন তাপমাত্রা- জম্মু 5.4, বানিহাল মাইনাস 4.4, কাটরা 6.0, লাদাখ: লেহ মাইনাস 12.5, কার্গিল মাইনাস 14 ৷
মরশুমের শীতলতম শ্রীনগর, ভূস্বর্গে হিমাঙ্কের নীচে তাপমাত্রা

শ্রীনগর, 21 ডিসেম্বর: গত 5 দশকে সর্বাধিক ঠান্ডা পড়েছে শ্রীনগরে ৷ 1974 সালের পর জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শীতে কাঁপছে ৷ হিমাঙ্গের নীচে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভাঙছে ৷ শ্রীনগরবাসী ইতিমধ্যেই 1891 সালের পর ডিসেম্বরে তৃতীয় সর্বাধিক ঠান্ডা দেখে নিয়েছেন ৷ তীব্র ঠান্ডায় জমে গিয়েছে ডাল লেকের জল। মৌসম ভবন জানিয়েছে, হালকা তুষারপাত হবে সেইসঙ্গে পারদের কাঁটা আরও নামবে ৷

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঠান্ডায় জবুথবু কাশ্মীর ৷ সেইসঙ্গে ভূ-স্বর্গে পুরোদমে শুরু হয়ে গিয়েছে 'চিল্লাই কালান'। বাড়িঘর, গাছপালার উপর পড়েছে শ্বেতশুভ্রের মোটা চাদর। আগামী 40 দিন এই পরিস্থিতি চলবে। প্রতি বছর ডিসেম্বরের 21 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত এই 40 দিনকে কাশ্মীরের স্থানীয়রা চিল্লাই কালান বলে অভিহিত করেন ৷ আগামী কিছুদিন জম্মু ও কাশ্মীরে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জমে গিয়েছে ডাল লেক (ইটিভি ভারত)

কাশ্মীরে ঠান্ডা এতটাই বেশি যে জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। পর্যটকরা দেখে অবাক হয়ে গিয়েছেন ৷ লাঠি দিয়ে মেরে লেকের বরফ ফাটিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন শিকারা বাহকরা ৷ পর্যটকদের কথায়, "জীবনে অন্তত একবার ভূ-স্বর্গ দেখা উচিত ৷" প্রথমবার এসে তাঁরা এমন দৃশ্য দেখে অভিভূত ৷

SRINAGAR TEMPERATURE
কুয়াশাচ্ছন্ন দিনে ডাল লেকে পরিযায়ী পাখি (পিটিআই)

পাশাপাশি এলাকার জল সরবরাহের লাইন আশপাশের জলাশয়গুলিও বরফ হয়ে গিয়েছে। আগামী বেশকিছু দিন পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। অনন্তনাগ, মাইনাস 10.5, শোপিয়ান মাইনাস 10.4) পুলওয়ামা'র তাপমাত্রা, মাইনাস 10.3 ৷

Srinagar Freezes at Minus 8.5
কাশ্মীরে চিল্লাই কালান শুরু (এএনআই)
  • কাশ্মীরে কোন অঞ্চলে কেমন তাপমাত্রা- শ্রীনগরে মাইনাস 8.5 ডিগ্রি ৷ পহেলগাঁও মাইনাস 8.6, কুপওয়ারা মাইনাস 7.2, কোকেরনাগ মাইনাস 5.8, গুলমার্গে মাইনাস 6.2, সোনমার্গ মাইনাস 8.8, বান্দিপোরা মাইনাস 7.4, বুদগাঁও মাইনাস 8.3 ডিগ্রি সেলসিয়াস, পুলওয়ামা মাইনাস 10.3, অনন্তনাগ মাইনাস 10.5, কুলগাঁও মাইনাস 6.8।
  • জম্মুর অঞ্চলগুলিতে কেমন তাপমাত্রা- জম্মু 5.4, বানিহাল মাইনাস 4.4, কাটরা 6.0, লাদাখ: লেহ মাইনাস 12.5, কার্গিল মাইনাস 14 ৷
মরশুমের শীতলতম শ্রীনগর, ভূস্বর্গে হিমাঙ্কের নীচে তাপমাত্রা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.