শিলিগুড়ি, 26 জুলাই:মাদক পাচারের অভিনব কায়দা ব্যবহার করেও শেষরক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল রেল পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কেই গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার মাঝরাতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান চালিয়ে প্রায় 50 কেজি গাঁজা উদ্ধার করে রেল পুলিশ ।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের বামনহাট থেকে 37টি তামাক ভর্তি বস্তার আড়ালে ওই গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। ওই বস্তাগুলি কোচবিহার স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের পার্সেল কামরায় ওঠানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে, নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রস্তুত ছিল রেল পুলিশ। ট্রেনটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অভিযান চালায় পুলিশ। ট্রেনের কামরা থেকে নামানো হয় তামাকের বস্তাগুলি। আর সেগুলিতে তল্লাশি চালাতেই ভিতর থেকে বেরিয়ে আসে গাঁজা। সব মিলিয়ে প্রায় 50 কেজির বেশি গাঁজা উদ্ধার হয়।