পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তন্ময়ের পর মহিলা সাংবাদিককে তলব, বয়ান নথিভুক্ত পুলিশের - TANMOY BHATTACHARYA

নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ৷ থানায় ডেকে মহিলা সাংবাদিকের বয়ান নথিভুক্ত করল পুলিশ ৷ বুধে ফের তলব তন্ময়কে ৷

Baranagar Police Station
বরানগর থানা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 11:00 PM IST

Updated : Oct 28, 2024, 11:10 PM IST

বরানগর, 28 অক্টোবর: তন্ময় ভট্টাচার্যের পর হেনস্থা-কাণ্ডে এবার নিগৃহীত মহিলা সাংবাদিককে বরানগর থানায় তলব করল পুলিশ । সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তাঁকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাঁর বয়ানও এদিন নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ জানা গিয়েছে, রবিবার সকালে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে যাওয়ার পর ঠিক কী ঘটনা ঘটেছিল সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা ।

এর আগে সোমবার দুপুর নাগাদ অভিযুক্ত সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে তলব করে বরানগর থানা। প্রায় তিন ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ ৷ বাড়ি ফিরে বিকেলে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডন করেন। তন্ময়ের দাবি, "আমার ওজন 83 কেজি । ভদ্রমহিলার ওজন 40 কেজি ৷ আমি মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছি বলে যে অভিযোগ তোলা হচ্ছে, তা যদি সত্যি হতো তাহলে কি ওই মহিলা সাংবাদিক সুস্থ থাকতে পারতেন ? তাই ওই মহিলা সমাজমাধ্যমে যে অভিযোগ তুলেছেন তার কিছুই ঘটেনি ৷"

এরপর দেখা যায় সন্ধ্যা নাগাদ ওই মহিলা সাংবাদিককে বরাহনগর থানায় ডেকে পাঠানো হয়েছে ৷ রবিবার রাতেই বরাহনগর থানায় তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি ৷ সেই অভিযোগের ভিত্তিতে দল থেকে সাসপেন্ড হওয়া সিপিএম নেতাকে তলব করা হয়। আগামী বুধবার ফের প্রাক্তন বিধায়ককে থানায় তলব করা হয়েছে।

তার আগে অভিযোগকারী মহিলার বয়ান সংগ্রহ করল বরাহনগর থানা। আগামী বুধবার অভিযুক্ত সিপিএম নেতাকে জিজ্ঞাসাবাদের আগে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রাখতে চাইছেন তদন্তকারীরা । মহিলা সাংবাদিকের অভিযোগ ছিল, রবিবার তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার সময় তিনি নাকি ওই মহিলার কোলে বসে পড়েছিলেন। এরপর পুরো ঘটনাটি সেদিনই তিনি বিস্তারিত ফেসবুক লাইভে তুলে ধরেন। অস্বস্তিতে পড়ে শেষ পর্যন্ত সিপিএমের রাজ‍্য নেতৃত্ব তন্ময় ভট্টাচার্যকে পার্টি থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় ।

Last Updated : Oct 28, 2024, 11:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details