কলকাতা, 30 জানুয়ারি: নিখোঁজ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির কার্যালয়ে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি ৷ এদিকে এর মধ্যে মঙ্গলবার তাঁর আগাম জামিনের শুনানি হবে কলকাতার পিএমএলএ আদালতে ৷
গত 5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি ৷ সেদিন তাঁকে পাওয়া যায়নি ৷ এমনকী এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত শেখ শাহজাহানের অনুগামীরা বিক্ষোভ দেখাতে থাকে ৷ ইডি আধিকারিকদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ৷ এরপর থেকেই পলাতক শেখ শাহজাহান ৷ 25 দিন পেরিয়ে গেলেও তাঁর খোঁজ মেলেনি ৷
ইডি সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদে সম্মুখীন না হয়েও তিনি সোমবার রাতে ইডির বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান ৷ তবে রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহান আগাম জামিন পাবেন কি না, সেই দিকে সকলের চোখ থাকবে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, সন্দেশখালির তৃণমূল নেতার বিষয়ে তাঁরা রাজ্য পুলিশকে একাধিকবার ইমেল এবং চিঠি পাঠিয়েছেন ৷
এমনকী রাজ্য পুলিশের নতুন ডিজিপি রাজীব কুমার এবং বসিরহাট পুলিশ জেলার সুপার জেবি থমাসকে ইডি বারংবার জানিয়েছে, শেখ শাহজাহান সন্দেশখালিতেই রয়েছেন ৷ তিনি স্থানীয়দের ঘেরাটোপে গা ঢাকা দিয়ে রয়েছেন ৷ শাহজাহানকে গ্রেফতারির জন্য রাজ্য পুলিশকে একাধিকবার আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷ পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, সোমবার রাতে শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ইডি একটি চিঠি পেয়েছে ৷ তবে ওই চিঠিতে কী কী উল্লেখ রয়েছে, সেই বিষয়ে ইডি এখনও কিছু জানায়নি ৷ গতকাল সল্টলেক সিজিও কমপ্লেক্স ইডি দফতরে আসার কথা ছিল সন্দেশখালি কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ৷ কিন্তু সেদিন তিনি আসেননি ৷
আরও পড়ুন:
- বাম আমলে গৌতম দেবের সঙ্গী, তৃণমূল জমানায় বালু-ঘনিষ্ঠ, কে এই শেখ শাহজাহান ?
- তৃণমূল নেতা শাহজাহান অন্যায় করেছেন, প্রথমবার জনসমক্ষে মন্তব্য ফিরহাদের
- সাড়ে ন'ঘণ্টা পর শাহজাহানের বাড়ি সিল করল ইডি, সাঁটানো হল সমনের নোটিশও