পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিনিময় প্রথায় পুজোর আগেই চিড়িয়াখানায় হাজির একাধিক নতুন অতিথি - Alipore Zoological Garden

Alipore Zoological Garden: আলিপুর চিড়িয়াখানায় ওড়িশার ভুবনেশ্বর নন্দনকানন থেকে একাধিক প্রাণী আনা হল ৷ পরিবর্তে বেশ কিছু প্রাণী পাঠানো হয়েছে ওই চিড়িয়াখানায় ৷ সেন্ট্রাল জু অথরিটি ও চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন-এর অনুমতির ভিত্তিতে এই বিনিময় কর্মসূচি হয়েছে ৷

Alipore Zoological Garden
পুজোর আগেই চিড়িয়াখানায় হাজির একাধিক নতুন অতিথি (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 4:00 PM IST

Updated : Sep 10, 2024, 4:50 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় সুখবর । বিনিময় প্রথায় আবারও নতুন অথিতি পেল আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । সূত্রের খবর, এক জোড়া জলহস্তী, এক জোড়া জলা হরিণ, চারটি শিংওয়ালা হরিণ এবং 5টি হগ হরিণ (2 পুরুষ ও 3 মহিলা) নিয়ে আসা হয়েছে । এর পরিবর্তে একজোড়া জিরাফ, 2 জোড়া সবুজ ইগুয়ানা এবং গোসাপ দেওয়া হয়েছে ।

আলিপুর চিড়িয়াখানায় ওড়িশার ভুবনেশ্বর নন্দনকানন চিড়িয়াখানার সঙ্গে এই প্রাণী বিনিময় করেছে । যা প্রাণী স্থানান্তরের দ্বিতীয় পর্ব । প্রথম দফায় এক জোড়া সিংহ, একটি স্ত্রী বাঘ, এক জোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার ও দুই জোড়া ইঁদুর হরিণ এক সপ্তাহ আগে আনা হয়েছিল । এই সমস্ত প্রাণীরা আলিপুরের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দর্শকদের সামনে আসবে ।

বিনিময় প্রথায় পুজোর আগেই চিড়িয়াখানায় হাজির একাধিক নতুন অতিথি (নিজস্ব চিত্র)

চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, প্রাণীগুলিকে কড়া নিরাপত্তা বলয়ে সুস্থ ও সুরক্ষিত রাখা হয়েছে । আপাতত তাদের রাখা হয়েছে প্রত্যেক প্রাণীর জন্য নির্দিষ্ট নাইট শেল্টারে । এই পশু বিনিময় কর্মসূচি হয় সেন্ট্রাল জু অথরিটি ও চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন-এর অনুমতির ভিত্তিতে । শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, এবছর বহু প্রাণীকেই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে ।

বিনিময় প্রথায় পুজোর আগেই চিড়িয়াখানায় হাজির একাধিক নতুন অতিথি (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, চলতি বছরের গত 4 মার্চ নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় এক জোড়া পুরুষ ও স্ত্রী বাঘ এবং একটি হিমালয়ান তাপির নিয়ে আসা হয় । 25 এপ্রিল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে একটি সাদা রঙের বেঙ্গল টাইগার, এক জোড়া রিং লেজযুক্ত লেমুর, ধূসর নেকড়ে, ডোরাকাটা হায়েনা, কালো রাজহাঁস এবং 5টি বন্য কুকুর এবং 3টি হগ হরিণ নিয়ে আসা হয় ।

বিনিময় প্রথায় পুজোর আগেই চিড়িয়াখানায় হাজির একাধিক নতুন অতিথি (নিজস্ব চিত্র)

30 এপ্রিল বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে একটি কিং কোবরাকে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয় । সব ক্ষেত্রেই বিনিময় প্রথা অবলম্বন করা হয়েছে । পশু বিনিময় কর্মসূচির সারা বছর ধরেই চলতে থাকে । দেশের নানা প্রান্ত থেকে নানা ধরনের পশু-পাখি নিয়ে আসা হয় । যা আগামিদিনেও চলতে থাকবে ।

Last Updated : Sep 10, 2024, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details