পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিজছে উত্তর, পুড়ছে দক্ষিণ; ফের চল্লিশের কোঠায় পৌঁছবে তাপমাত্রা ! - west bengal weather update - WEST BENGAL WEATHER UPDATE

WB Weather Forecast: দক্ষিণবঙ্গে এখনও প্রবেশ করেনি বর্ষা ৷ বরং আর্দ্রতাজনিত কারণে ফের চড়বে তাপমাত্রার পারদ ৷ তবে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ ৷

Weather Forecast
দক্ষিণবঙ্গে ফের তীব্র গরমের ভ্রুকুটি (প্রতীকী ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 7:25 AM IST

Updated : Jun 7, 2024, 7:31 AM IST

কলকাতা, 7 জুন: ফের দহনজ্বালায় পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ । এমনই ইঙ্গিত মিলল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে ৷ তবে তাপপ্রবাহের সম্ভাবনা খুব কম । কিন্তু অস্বস্তিকর গরমের অনুভূতি তীব্র হবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ফের 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্তের বক্তব্য (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ । আজ, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় পারদ ফের 45 ডিগ্রি ছুঁতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস । বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে দেরি হচ্ছে । তার বদলে বঙ্গে ঢুকেছে উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা শুকনো বাতাস । ফলে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরম ফের মাথা চাড়া দিয়েছে । উল্লেখ্য, এপ্রিল মাসে একই রকম গরমের সম্মুখীন হয়েছিল বঙ্গবাসী।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "আগামী 13 জুনের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা কম । 10 তারিখ তা কিছুটা দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে । তাতে সামান্য বৃষ্টি বাড়বে । তবে সম্পূর্ণ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে 48 থেকে 72 ঘণ্টা বিলম্বিত হতে পারে ।" এই মুহূর্তে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দুই 24 পরগনা-সহ কিছু জেলায় মাঝারি বা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । যদিও তাতে খুব বেশি স্বস্তি পাওয়া যাবে না । গরম থেকে রক্ষা পেতে যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন তা এই মুহূর্তে হচ্ছে না ৷

সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার এবং রবিবার গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে । তাপমাত্রা বাড়ার সঙ্গে অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে । আজ, শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ।

তবে উত্তরবঙ্গের ছবিটা ভিন্ন । সেখানে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে । বরং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি চলবে । সঙ্গে দমকা বাতাসেরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতাও এই অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই পাচ্ছে না । সোমবার 10 তারিখ পর্যন্ত গুমোট গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল হতে হবে শহরবাসীকে । শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । তবে বৃষ্টি কমলেই পরিস্থিতি ফের একই রকম হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷

Last Updated : Jun 7, 2024, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details