লাভপুর, 6 মার্চ: বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা ৷ জানা গিয়েছে, লাভপুরের হাতিয়া গ্রামে তল্লাশি অভিযান চালানোর সময়ই পুলিশের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও উঠেছে ৷ যার জেরে পা ভেঙে গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার লাভপুর থানার হাতিয়া গ্রামে দুষ্কৃতীরা বেআইনি অস্ত্র তৈরি করছিল ৷ এই খবর পেয়েই গ্রামে হানা দেয় পুলিশ ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ে দুষ্কৃতীরা ৷ পরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷ এমনকী, গ্রামে পুলিশকে ঢুকতে বাধা দিতে মুড়ি-মুরকির মত এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় একজন পুলিশ কর্মী পা ভেঙে গুরুতর জখম হয়েছেন বলে সূত্রের খবর ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়।