ফরাক্কা, 6 জুন:বাবা পেশায় টোটোচালক, মা বিড়ি শ্রমিক ৷ অভাব-অনটনে কোনও রকমে দিন চলে ৷ সেই পরিবার থেকে অল ইন্ডিয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় জায়গা করে নিল সুরাইয়া সিদ্দিকী ৷ মঙ্গলবার নিট পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই পরীক্ষায় মুর্শিদাবাদের ফরাক্কার সুরাইয়া সিদ্দিকী নজর কেড়েছেন । সর্বভারতীয় স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 670 নম্বর পেয়েছেন । সর্বভারতীয় স্তরে তাঁর র্যাঙ্ক 14032 । ওবিসি ক্যাটেগরিতে 5981 ৷ ঘরের মেয়ের এই ফাটাফাটি রেজাল্টে ফরাক্কা জুড়ে খুশির হাওয়া ।
আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার হলেও তিন বোন ও এক ভাইয়ের প্রত্যেককেই পড়াশোনা করাচ্ছেন বাবা-মা ৷ সবার থেকে বড় সুরাইয়া । ছোট থেকেই ক্লাসে প্রথম স্থান অধিকার করতেন তিনি । স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার । নিজের স্বপ্ন সফল করতে অক্লান্ত পরিশ্রমও চালিয়ে গিয়েছেন । অবশেষে সাফল্য মিলেছে ।
নিট পরীক্ষায় সফল সুরাইয়া বলেন, "ছোট থেকে বিড়ি মহল্লায় শ্রমিকদের নানান অসুখে ভুগতে দেখেছি। আমার মা-ও অসুখে ভুগছেন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না ৷ আমি চিকিৎসক হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে চাই ৷ সেই সঙ্গে স্থানীয় বিড়ি শ্রমিকদের পাশেও দাঁড়াতে চাই।"
জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল