পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে পরপর অগ্নিকাণ্ড, ছাদে রেস্তোরাঁ-ক্যাফের সুরক্ষা নিয়ে চিন্তায় ফিরহাদ - Firhad Hakim - FIRHAD HAKIM

Kolkata Mayor Firhad Hakim: পার্কস্ট্রিট থেকে কসবা ৷ শহরে একের পর এক বহুতলে অগ্নিকাণ্ড ৷ ছাদে রেস্তোরাঁ ও ক্যাফের সুরক্ষা চিন্তায় ফেলল মেয়র ফিরহাদ হাকিমকে ৷ ছাদ নিয়ে নতুন আইনের পরিকল্পনা করছে কলকাতা পৌরনিগম ৷

Kolkata Mayor Firhad Hakim
মেয়র ফিরহাদ হাকিম (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 10:59 PM IST

কলকাতা, 15 জুন: যতদিন যাচ্ছে মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রুফটপ ক্যাফে বা রেস্তোরাঁ । কয়েকদিনের ব্যবধানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরের পার্কস্ট্রিট থেকে কসবায় ৷ এই আবহে সম্পূর্ণ ছাদ ঘিরে রেস্তোরাঁ করা নিয়ে চিন্তা প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানান, বাণিজ্যিক ক্ষেত্রে সুরক্ষা বিধি খতিয়ে দেখে তবেই অনুমতি দিক দমকল ৷ পাশাপশি ছাদ নিয়ে নতুন আইন তৈরির কথা জানালেন তিনি । তাঁর এই মন্তব্যে আসলে দমকল দফতরকে পালটা চাপে রাখার কৌশল দেখছে রাজনৈতিক মহল ।

রুফটপে রেস্তরাঁ ও ক্যাফের সুরক্ষা নিয়ে চিন্তায় ফিরহাদ (ইটিভি ভারত)

সম্প্রতি পার্ক স্ট্রিট এলাকায় একটি দোতলা রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটে । যার ছাদ সম্পূর্ণ টিন দিয়ে ঘেরা ছিল । অন্য আরও বেশ কিছু হুক্কাবার, রেস্তোরাঁ বা ক্যাফে একইভাবে গোটা ছাদ ঘিরে তৈরি হয়েছে । ফলে বহুতল ভবনের মাঝে আগুন লাগলে ভিতরে আটকে থাকা মানুষজনের পরিণতি হবে মর্মান্তিক । উদ্ধার করার জায়গাটুকু নেই । পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় এই বিষয়টি সামনে এলেই দমকল মন্ত্রী সুজিত বসুকে বলতে শোনা গিয়েছে, নির্মাণ আইনি নাকি বেআইনি সেটা দেখার দায় দমকলের নয়, বরং কলকাতা পৌরনিগমের ।

তবে আজ ফিরহাদ হাকিমের গলায় শোনা গেল অন্য সুর । এদিন স্টিফেন কোর্টের মর্মান্তিক স্মৃতির কথা তুলে ধরে তিনি বলেন, "পৌরনিগমের অনুমোদন দেওয়ার কমিটিতে দমকল দফতর আছে । তারা অনুমতি দিলে তবেই বিল্ডিং বিভাগ ছাড়পত্র দেয় । আবাসিকদের ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র দিলেও একটু ভেবে চিন্তে খতিয়ে দেখে বাণিজ্যিক ক্ষেত্রে অনুমতি দিক দমকল । সম্পূর্ণ ছাদ ঘিরে কিছু করা যাবে না । একাংশ ফাঁকা রাখতে হবে ৷ যাতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলে আটকে যাওয়া মানুষজনকে উদ্ধার করা যেতে পারে ।"

ফিরহাদ বলেন, "ছাদ নিয়ে আইন তৈরির পরিকল্পনা করছি । এ বিষয়ে আমাদের আলোচনা চলছে । ছাদে সাধারণের অধিকার থাকবে । ব্যক্তি মালিককে দিয়ে দেওয়া যাবে না । ইতিমধ্যে যতগুলি নির্মাণে ছাড় দেওয়া হয়েছে, সেই তালিকা দমকলকে দেওয়া হবে । তারা খতিয়ে দেখবে এই ছাদগুলিতে ফাঁকা অংশ আছে কি না, যাতে জরুরিকালীন অবস্থায় মানুষকে উদ্ধার করা যায় । আলাদা সিঁড়ি আছে কি না, তাও দেখতে হবে ৷ এই কাজগুলি নিশ্চিতভাবেই করব ।"

ABOUT THE AUTHOR

...view details