পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলার সংস্কৃতিজগতে নক্ষত্রপতন, প্রয়াত মনোজ মিত্র

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা মনোজ মিত্র ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷

MANOJ MITRA
প্রয়াত মনোজ মিত্র (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 10:48 AM IST

Updated : Nov 12, 2024, 10:56 AM IST

কলকাতা, 12 নভেম্বর:প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব তথা অভিনেতা মনোজ মিত্র ৷ মঙ্গলবার সকাল 8টা 50 মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 85 বছর ৷ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি ৷

বেশ কিছুদিন ধরে হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছিল না তাঁর ৷ এর পাশাপাশি, হার্ট পাম্পের সমস্যাও ছিল তাঁর । এছাড়া, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও ক্রিয়েটিনিন বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার সমস্যাতেও ভুগছিলেন তিনি । শরীরে সোডিয়াম-পটাসিয়ামের হার বজায় রাখার সমস্যাও ছিল তাঁর । সব মিলিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা-নাট্যকার ৷ বঙ্গবিভূষণ সম্মানিত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মনোজ মিত্রর স্ত্রী ডিমেনশিয়ায় আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি ৷ সেই সময় পেসমেকারও বসানো হয় ৷ কয়েকদিন আগে সঙ্কটজনক অবস্থায় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বাংলা নাটক ও চলচ্চিত্র জগতের বিখ্য়াত ব্যক্তিত্ব মনোজ মিত্রকে ৷ একাধিক শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি ৷

বাংলার সংস্কৃতিজগতে নক্ষত্রপতন (ফাইল চিত্র)

1938 সালের 22 ডিসেম্বর বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ধূলিহর গ্রামে জন্ম মনোজ মিত্রের ৷ কলকাতার স্কটিশচার্চ কলেজে পড়াশোনা করার সময় নাট্যজগতে পা রাখেন তিনি ৷ এরপর সময়ের সঙ্গে সঙ্গে বাংলা নাট্যজগতের সুপরিচিত মুখ হয়ে ওঠেন ৷ নাটকে একাধিক পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা-নাট্যকার ৷ পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন মনোজ মিত্র ৷

তবে শুধু নাটক নয় ৷ বাংলা চলচ্চিত্র জগতেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ তপন সিনহা, সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি ৷ বাংলার একাধিক সিনেমায় হাস্যকৌতুক ও নেতিবাচক চরিত্রেও কাজ করেছেন ৷ তাঁরই নাটক 'সাজানো বাগান' অবলম্বনে তৈরি তপন সিনহার 'বাঞ্ছারামের বাগান' সিনেমায় প্রধান ভূমিকায় মনোজ মিত্রের অনবদ্য অভিনয় আপামর বাংলা চলচিত্রপ্রেমীদের মনে দাগ কেটেছে।

পড়ুন:স্মরণে শিল্পী ভূপেন হাজারিকা, কীভাবে তৈরি হয়েছিল আইকনিক গান 'দিল হুম হুম করে...'
Last Updated : Nov 12, 2024, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details