ETV Bharat / entertainment

চন্দ্রবাবুর বিরুদ্ধে মানহানিকর পোস্ট, গ্রেফতারির মুখে রাম গোপাল ভার্মা ? - RAM GOPAL VARMA

অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ এবং নারা লোকেশ-সহ অন্যান্য টিডিপি নেতাদের নিয়েও রাম গোপাল ভার্মা কুরুচিকর পোস্ট করেন বলে অভিযোগ ।

Ram Gopal Varma
রাম গোপাল ভার্মা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 25, 2024, 1:40 PM IST

Updated : Nov 25, 2024, 2:53 PM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: গ্রেফতার হতে পারেন বলিউডের নামী পরিচালক রাম গোপাল ভার্মা ৷ তাঁকে গ্রেফতার করতে তাঁর হায়দরাবাদের বাড়িতে পৌঁছল পুলিশ । তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগ রয়েছে ৷ সেই মামলায় গ্রেফতার হতে পারেন রাম গোপাল ভার্মা ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার একটি পুলিশ দল হায়দরাবাদে রাম গোপাল ভার্মার বাড়িতে পৌঁছেছে তাঁকে গ্রেফতার করতে ৷ মানহানির মামলায় তাঁকে ওঙ্গোল গ্রামীণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল ৷ কিন্তু রাম গোপাল ভার্মা দ্বিতীয়বার প্রকাশম জেলার ওঙ্গোল গ্রামীণ থানায় হাজিরা দেননি ।

সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনজন টিডিপি নেতার মানহানি করার অভিযোগে এর আগে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টিডিপি মণ্ডলের সাধারণ সম্পাদক মুথানাপল্লি রামালিঙ্গম । অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট পরামর্শ দিয়েছিল, যদি রাম গোপাল ভার্মা মনে করেন যে তিনি গ্রেফতার হতে পারেন, তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরজিভি ৷ চলচ্চিত্র নির্মাতার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে পুলিশের কাছে আগাম জামিনের আবেদন করতে বলে ।

আদালতের তরফে জানা গিয়েছে, রাম গোপাল ভার্মাকে প্রথমে আদালতে হাজির হওয়ার জন্যও নোটিশ পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি হাজির হননি ৷ এরপর পুলিশ তাঁকে সোমবার আবার শুনানির জন্য আদালতে হাজির হতে বলে ৷ তিনি এ দিনও আদালতে যাননি । তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর আইনজীবীর সঙ্গে শুনানির জন্য আদালতে হাজির হতে পারবেন না ৷ পুলিশ সূত্রে খবর, অন্য কোনও উপায় না দেখে পুলিশ হায়দরাবাদে তাঁর বাসভবনে পৌঁছে বাইরে অপেক্ষা করছে ।

রাম গোপাল ভার্মার বিরুদ্ধে টিডিপি দলের অভিযোগ, বায়ুহম ফিল্মের প্রচারের সময় পরিচালক তাদের তিন নেতার বিরুদ্ধে মানহানিকর বার্তা পোস্ট করেছিলেন । 2009 সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তীতে তাঁর ছেলে ওয়াইএস জগন মোহন রেড্ডি দ্বারা ওয়াইএসআর কংগ্রেস পার্টি গঠনের উপর ভিত্তি করে বায়ুহম ছবিটি তৈরি হয় ৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভা এবং লোকসভার ভোটের মাঝে ছবিটি গত বছরের শেষদিকে মুক্তি পায় ।

তেলুগু দেশম পার্টির রাইথু শাখার সহ-সভাপতি নুটালাপতি রামা রাও-এর অভিযোগের ভিত্তিতে তুল্লুর পুলিশ এই বিষয়ে একটি মামলাও দায়ের করেছে ।

হায়দরাবাদ, 25 নভেম্বর: গ্রেফতার হতে পারেন বলিউডের নামী পরিচালক রাম গোপাল ভার্মা ৷ তাঁকে গ্রেফতার করতে তাঁর হায়দরাবাদের বাড়িতে পৌঁছল পুলিশ । তাঁর বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাঁর ছেলে নারা লোকেশ এবং উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণকে নিয়ে সোশাল মিডিয়ায় ছবি বিকৃত করে পোস্ট করার অভিযোগ রয়েছে ৷ সেই মামলায় গ্রেফতার হতে পারেন রাম গোপাল ভার্মা ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার একটি পুলিশ দল হায়দরাবাদে রাম গোপাল ভার্মার বাড়িতে পৌঁছেছে তাঁকে গ্রেফতার করতে ৷ মানহানির মামলায় তাঁকে ওঙ্গোল গ্রামীণ থানায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল ৷ কিন্তু রাম গোপাল ভার্মা দ্বিতীয়বার প্রকাশম জেলার ওঙ্গোল গ্রামীণ থানায় হাজিরা দেননি ।

সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনজন টিডিপি নেতার মানহানি করার অভিযোগে এর আগে রাম গোপাল ভার্মার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন টিডিপি মণ্ডলের সাধারণ সম্পাদক মুথানাপল্লি রামালিঙ্গম । অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট পরামর্শ দিয়েছিল, যদি রাম গোপাল ভার্মা মনে করেন যে তিনি গ্রেফতার হতে পারেন, তাহলে তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন । জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হাজিরা দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আরজিভি ৷ চলচ্চিত্র নির্মাতার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁকে পুলিশের কাছে আগাম জামিনের আবেদন করতে বলে ।

আদালতের তরফে জানা গিয়েছে, রাম গোপাল ভার্মাকে প্রথমে আদালতে হাজির হওয়ার জন্যও নোটিশ পাঠানো হয়েছিল ৷ কিন্তু তিনি হাজির হননি ৷ এরপর পুলিশ তাঁকে সোমবার আবার শুনানির জন্য আদালতে হাজির হতে বলে ৷ তিনি এ দিনও আদালতে যাননি । তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর আইনজীবীর সঙ্গে শুনানির জন্য আদালতে হাজির হতে পারবেন না ৷ পুলিশ সূত্রে খবর, অন্য কোনও উপায় না দেখে পুলিশ হায়দরাবাদে তাঁর বাসভবনে পৌঁছে বাইরে অপেক্ষা করছে ।

রাম গোপাল ভার্মার বিরুদ্ধে টিডিপি দলের অভিযোগ, বায়ুহম ফিল্মের প্রচারের সময় পরিচালক তাদের তিন নেতার বিরুদ্ধে মানহানিকর বার্তা পোস্ট করেছিলেন । 2009 সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজশেখর রেড্ডির মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তীতে তাঁর ছেলে ওয়াইএস জগন মোহন রেড্ডি দ্বারা ওয়াইএসআর কংগ্রেস পার্টি গঠনের উপর ভিত্তি করে বায়ুহম ছবিটি তৈরি হয় ৷ অন্ধ্রপ্রদেশ বিধানসভা এবং লোকসভার ভোটের মাঝে ছবিটি গত বছরের শেষদিকে মুক্তি পায় ।

তেলুগু দেশম পার্টির রাইথু শাখার সহ-সভাপতি নুটালাপতি রামা রাও-এর অভিযোগের ভিত্তিতে তুল্লুর পুলিশ এই বিষয়ে একটি মামলাও দায়ের করেছে ।

Last Updated : Nov 25, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.