ETV Bharat / sports

অজিদের দর্পচূর্ণ ! অস্ট্রেলিয়ায় 47 বছরের রেকর্ড ভাঙল ভারত - IND VS AUS PERTH TEST

অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাল টিম ইন্ডিয়া ৷ অজিদের ঘরের মাঠে 295 রানে ম্যাচ জয় ৷ ভেঙে গেল সাড়ে চার দশক আগের রেকর্ড ৷

IND vs AUS
47 বছরের রেকর্ড ভাঙল ভারত (আইএএনএস)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 25, 2024, 1:40 PM IST

Updated : Nov 25, 2024, 1:50 PM IST

পারথ, 25 নভেম্বর: পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল ভারত ৷ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ছাড়া অজিভূমে দাপিয়ে বেড়াল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷ ওয়াকা স্টেডিয়ামে 2007-08 সিরিজে অজিদের হারালেও 2018 সালে প্রথমবার পারথের অপটাস স্টেডিয়ামে খেললেও জেতা হয়নি ভারতের ৷ অজিরাও পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে এতদিন অপরাজিত ছিল ৷ ফলে শুধু জয়ই নয়, অজিভূমে একাধিক রেকর্ড গড়ল ভারত ৷

নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা ৷ ফলে সিরিজের শুরুতেই কোনঠাসা ছিল ভারত ৷ দোসর হিসেবে পারথে পাওয়া যায়নি রোহিত শর্মাকে ৷ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা ৷ নিয়মিত অধিনায়ককে ছাড়াই অজিদের উড়িয়ে দিল ভারত ৷ পারথে ইতিহাস গড়লেন গৌতম গম্ভীরের ছেলেরা ।

  • অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়

পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়েছে ভারত ৷ ক্যাঙারুর দেশে এটাই ভারতের সবচেয়ে বড় রানে জয় ৷ এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সবচেয়ে বড় রানে জয় এসেছিল 30 ডিসেম্বর, 1977 সালে ৷ মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে 222 রানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া । ফলে 47 বছর আগের রেকর্ড ভেঙে দিল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷

  1. অপটাস, পারথ - 295 রান - 25 নভেম্বর, 2024
  2. মেলবোর্ন - 222 রান - 30 ডিসেম্বর, 1977
  3. মেলবোর্ন - 137 রান - 26 ডিসেম্বর, 2018
  4. ওয়াকা, পারথ - 72 রান - 16 জানুয়ারি, 2008
  5. মেলবোর্ন - 59 রান - 7 ফেব্রুয়ারি, 1981
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেস্ট জয়

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বৃহত্তম জয় পেল ভারত । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় জয় ছিল 2008 সালে মোহালিতে ৷ 320 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ।

  1. মোহালি - 320 রানে জয় - 17 অক্টোবর, 2008
  2. অপটাস স্টেডিয়াম, পারথ - 295 রানে জয় - 25 নভেম্বর, 2024
  3. মেলবোর্ন - 222 রান - 30 ডিসেম্বর, 1977
  4. চেন্নাই - 179 রান - 6 মার্চ, 1998
  5. নাগপুর - 172 রান - 6 নভেম্বর. 2008
  • ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে রানের ভিত্তিতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ পরাজয়
  1. ইংল্যান্ড - 675 রান - ব্রিসবেন - 30 নভেম্বর, 1928
  2. ওয়েস্ট ইন্ডিজ - 408 রান - অ্যাডিলেড - 26 জানুয়ারি, 1980
  3. ইংল্যান্ড - 338 রান - অ্যাডিলেড - 13 জানুয়ারি, 1933
  4. ইংল্যান্ড - 322 রান - ব্রিসবেন - 4 ডিসেম্বর, 1936
  5. দক্ষিণ আফ্রিকা 309 রান - ওয়াকা, পারথ - 30 নভেম্বর, 2012
  6. ইংল্যান্ড - 299 রান - সিডনি - 9 জানুয়ারি, 1971
  7. ভারত - 295 রান - অপটাস, পারথ - 25 নভেম্বর, 2025

আরও পড়ুন

পারথ, 25 নভেম্বর: পারথের অপটাস স্টেডিয়ামে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল ভারত ৷ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ছাড়া অজিভূমে দাপিয়ে বেড়াল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷ ওয়াকা স্টেডিয়ামে 2007-08 সিরিজে অজিদের হারালেও 2018 সালে প্রথমবার পারথের অপটাস স্টেডিয়ামে খেললেও জেতা হয়নি ভারতের ৷ অজিরাও পারথের এই নয়া স্টেডিয়ামে টেস্টে এতদিন অপরাজিত ছিল ৷ ফলে শুধু জয়ই নয়, অজিভূমে একাধিক রেকর্ড গড়ল ভারত ৷

নিউজিল্যান্ডের কাছে চুনকাম হওয়ার লজ্জা ৷ ফলে সিরিজের শুরুতেই কোনঠাসা ছিল ভারত ৷ দোসর হিসেবে পারথে পাওয়া যায়নি রোহিত শর্মাকে ৷ ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ভারত অধিনায়ক ৷ পরিবর্তে পারথে সিরিজের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা ৷ নিয়মিত অধিনায়ককে ছাড়াই অজিদের উড়িয়ে দিল ভারত ৷ পারথে ইতিহাস গড়লেন গৌতম গম্ভীরের ছেলেরা ।

  • অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সবচেয়ে বড় জয়

পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়েছে ভারত ৷ ক্যাঙারুর দেশে এটাই ভারতের সবচেয়ে বড় রানে জয় ৷ এর আগে অস্ট্রেলিয়ায় ভারতের সবচেয়ে বড় রানে জয় এসেছিল 30 ডিসেম্বর, 1977 সালে ৷ মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে 222 রানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া । ফলে 47 বছর আগের রেকর্ড ভেঙে দিল ‘বুমরা অ্যান্ড কোং’ ৷

  1. অপটাস, পারথ - 295 রান - 25 নভেম্বর, 2024
  2. মেলবোর্ন - 222 রান - 30 ডিসেম্বর, 1977
  3. মেলবোর্ন - 137 রান - 26 ডিসেম্বর, 2018
  4. ওয়াকা, পারথ - 72 রান - 16 জানুয়ারি, 2008
  5. মেলবোর্ন - 59 রান - 7 ফেব্রুয়ারি, 1981
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেস্ট জয়

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বৃহত্তম জয় পেল ভারত । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় জয় ছিল 2008 সালে মোহালিতে ৷ 320 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ।

  1. মোহালি - 320 রানে জয় - 17 অক্টোবর, 2008
  2. অপটাস স্টেডিয়াম, পারথ - 295 রানে জয় - 25 নভেম্বর, 2024
  3. মেলবোর্ন - 222 রান - 30 ডিসেম্বর, 1977
  4. চেন্নাই - 179 রান - 6 মার্চ, 1998
  5. নাগপুর - 172 রান - 6 নভেম্বর. 2008
  • ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে রানের ভিত্তিতে অস্ট্রেলিয়ার ষষ্ঠ পরাজয়
  1. ইংল্যান্ড - 675 রান - ব্রিসবেন - 30 নভেম্বর, 1928
  2. ওয়েস্ট ইন্ডিজ - 408 রান - অ্যাডিলেড - 26 জানুয়ারি, 1980
  3. ইংল্যান্ড - 338 রান - অ্যাডিলেড - 13 জানুয়ারি, 1933
  4. ইংল্যান্ড - 322 রান - ব্রিসবেন - 4 ডিসেম্বর, 1936
  5. দক্ষিণ আফ্রিকা 309 রান - ওয়াকা, পারথ - 30 নভেম্বর, 2012
  6. ইংল্যান্ড - 299 রান - সিডনি - 9 জানুয়ারি, 1971
  7. ভারত - 295 রান - অপটাস, পারথ - 25 নভেম্বর, 2025

আরও পড়ুন

Last Updated : Nov 25, 2024, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.