কলকাতা, 18 ফেব্রুয়ারি: বাতাসের অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়ায় দক্ষিণবঙ্গের আকাশে বৃষ্টি পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 19 এবং 20 তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হবে। এদিকে, সবে ফাল্গুন মাস, বসন্ত কাল। বৃষ্টি পরিস্থিতি কিছুটা হলেও অপ্রত্যাশিত।
হাওয়া অফিস বলছে, এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়াতেই রাজ্যে বৃষ্টি পরিস্থিতি। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহান্তে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে, হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবারের আবহাওয়া শুষ্ক। তবে আগামিকাল থেকে বৃষ্টি পরিস্থিতি। আজ ভোরে কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলায় তা পরিষ্কার হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।
কোথায় কবে বৃষ্টি ?
- বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়া জেলায়।
- বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
- শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়।
- শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ?
- দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে বুধবার থেকে রবিবার পর্যন্ত।
- বুধবার থেকে রবিবার পর্যন্ত হালকা বৃষ্টি সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।
- উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
- বৃহস্পতি, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই।
কুয়াশার সতর্কতাও রয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে
দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশা হতে পারে আজ সকালে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা।
দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে।
সোমবার কলকাতা এবং তার আশাপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 35 শতাংশ।