সুন্দরবন, 25 নভেম্বর: শীত পড়তে না পড়তে সুন্দরবনে দেখা মিলল রয়াল বেঙ্গল টাইগারের ৷ একটা নয়, তিনটে বাঘ একসঙ্গে জল খেতে এসেছিল বনি ক্যাম্পে কৃত্রিম জলাশয়ে ৷ দুই শাবক-সহ বাঘিনীকে দেখে খুশিতে আত্মহারা পর্যটকরা ৷
রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত । আর শীত মানেই ঘোরাঘুরি ও চড়ুইভাতির আমেজ । শীতের মরশুমে পর্যটকদের জন্য তাই খুলে গিয়েছে সুন্দরবন । ইতিমধ্যেই শীতের হালকা আমেজকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সেখানে । মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় সুন্দরবনে আসছেন এইসব পর্যটকরা । তবে সব পর্যটকদের ভাগ্যে দক্ষিণরায়ের দর্শন পাওয়া হয়ে ওঠে না । কিন্তু কিছু কিছু ভাগ্যবান পর্যটক রবিবার একটা নয়, গোটা বাঘের পরিবারকে দেখতে পেলেন ।
বনদফতরের তরফে বনি ক্যাম্পে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে ৷ সেখানেই শীতের পড়ন্ত বিকেলে দুই শাবককে নিয়ে বাঘিনী মিষ্টি জল খেতে হাজির হয় ৷ সেই সময় বনি ক্যাম্পে ঘুরতে গিয়েছিল একদল পর্যটক ৷ এই বিরল দৃশ্য পর্যটকরা ক্যামেরাবন্দি করেন । বনি ক্যাম্পে বাঘের দেখা মেলায় খুশি বনকর্মীরাও ।
![Royal Bengal Tiger](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-11-2024/touristsarehappytoseethedakshinraifairatthebeginningofthetourismseason_25112024113900_2511f_1732514940_408.jpg)
এক পর্যটক বলেন, "রবিবার জয়নগর থেকে আমরা বেশ কয়েকজন পর্যটক বনি ক্যাম্পে ঘুরতে এসেছিলাম ৷ সেই সময় বনি ক্যাম্পে কৃত্রিম মিষ্টি জলের জলাশয়ে একসঙ্গে তিনটে বাঘ জল খেতে এসেছিল । সচারাচর এমন দৃশ্য দেখা যায় না । বাঘিনী ও তার দুই শাবক ছিল । তাদের দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি । অন্যান্য পর্যটক-সহ আমরা এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ি ।"
![Royal Bengal Tiger](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-11-2024/touristsarehappytoseethedakshinraifairatthebeginningofthetourismseason_25112024113900_2511f_1732514940_536.jpg)
তাঁর কথায়, "বেশ কিছুক্ষণ পর্যটকদের দর্শন দেওয়ার পর আবারও স্বমহিমায় শাবকদের নিয়ে বাঘিনী জঙ্গলে ফিরে যায় । আমরা এই দৃশ্য দেখে দারুণ আনন্দ পেয়েছি । সুন্দরবনে বাঘ দর্শন মানেই ভাগ্যের ব্যাপার । কলকাতা থেকে বহু পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন বাঘ দেখার জন্য ৷ কিন্তু তাঁদের ভাগ্যে বাঘ দর্শন থাকে না । আমরা দেখতে পেয়েছি ৷ তাই আমরা খুব আনন্দিত ।"
![Royal Bengal Tiger](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-11-2024/touristsarehappytoseethedakshinraifairatthebeginningofthetourismseason_25112024113900_2511f_1732514940_810.jpg)
বনদফতরের এক কর্মী বলেন, "শীতকালের আবহাওয়ায় জঙ্গলে বন্য জীবজন্তুর জন্য থাকা পানীয় জলের জলাশয়গুলি শুকিয়ে যায় ৷ এর কারণে রায়দিঘি রেঞ্জের বনদফতরের পক্ষ থেকে বনি ক্যাম্পে বেশকিছু কৃত্রিম জলাশয় করা হয়েছে ৷ প্রায় সময় বনি ক্যাম্পের জলাশয়ে বন্য জীবজন্তুরা তৃষ্ণা নিবারণের জন্য জল খেতে আসে । সাধারণত বাঘেরা রাতেই এই জলাশয়ে জল খেতে আসে ৷ কিন্তু সচরাচর দিনের বেলা তাদের দেখা মেলে না ৷ তবে রবিবারের ঘটনা সত্যিই দুর্লভ । পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে এলে বনি ক্যাম্পে বাঘ দেখার আশায় ছুটে আসে । তদের সেই আশা পূর্ণ হওয়ায় অত্যন্ত খুশি পর্যটকরা । একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন তাঁরা ৷"