বোলপুর, 25 নভেম্বর: প্রায় আড়াই বছর পর সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল । দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ডাক পেয়েছেন 'কেষ্ট'। কালীঘাটের বৈঠকে যোগ দিতে আজ সকালে তিনি রওনা দেন বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে ৷ বেরনোর সময় অনুব্রত বলেন, "দিদির কাছে ভাই যাবে, ভালোই তো লাগছে।"
জানা গিয়েছে, বীরভূমের কোর কমিটির বাকি সদস্যরা কলকাতাতেই রয়েছেন । জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বীরভূমের কোর কমিটিকে নিয়েও বৈঠক করার সম্ভাবনা রয়েছে । বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে বেরনোর সময় এদিন অনুব্রত মণ্ডল বলেন, "কালীঘাটে যাচ্ছি, বৈঠক আছে ৷ ভাই দিদির কাছে যাচ্ছে, ভালোই তো লাগছে ।"
গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত মণ্ডল বীরভূমে ফিরেছেন ৷ কিন্তু, এখনও তাঁর সঙ্গে দেখা হয়নি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ অনুব্রতর অবর্তমানে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, এই ছয়জন সদস্যের কোর কমিটি বীরভূমের সাংগঠনিক রাশ ধরেছিলেন ৷ অনেকে মনে করেছিলেন, অনুব্রতর প্রত্যাবর্তনে কোর কমিটি হয়তো ভেঙে দেওয়া হবে ৷ কিন্তু, তা হয় নি ৷ বরং, অনুব্রত ফিরতেই কোর কমিটিতে তাঁকেও অন্তর্ভুক্ত করা হয়েছে । যা নিয়ে অনুব্রতর ক্ষমতা খর্ব হল বলেও জল্পনা শুরু হয়েছে ৷
কিন্তু, দেখা গেল তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে ডাক পেলেন অনুব্রত মণ্ডল । এই মর্মে চিঠিও পেয়েছেন তিনি । দীর্ঘ আড়াই বছর পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন কেষ্ট মণ্ডল ৷ বৈঠকে যোগ দিতে আজ সকালেই বোলপুরের নীচুপট্টির বাড়ি থেকে কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছে অনুব্রতর কনভয় ৷ দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে অনুব্রত ডাক পাওয়ায় উচ্ছ্বাসিত তাঁর অনুগামীরা । আর এই ডাক পাওয়া যে বীরভূমের রাজনীতির মাটিতে তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য ৷
অন্যদিকে, বীরভূমের কোর কমিটির বাকি ছয়জন সদস্য কলকাতাতেই আছেন ৷ দলের মূল বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের অনুব্রত-সহ বীরভূমের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করতে পারেন ৷ এমন সম্ভাবনা রয়েছে । সবমিলিয়ে কালীঘাটের বৈঠকে অনুব্রতর উপস্থিতির দিকেই তাঁকিয়ে আছে রাজনৈতিক মহল ৷ বৈঠকের পর দলে অনুব্রতর ক্ষমতা কি বৃদ্ধি পাবে ? সেই জল্পনাই তুঙ্গে ।