কলকাতা, 25 নভেম্বর: ব্যস্ত সময় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের সামনে পড়ে রয়েছে এক যুবক ৷ রক্তাক্ত অবস্থায় সেই যুবককে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে ৷ ঘটনাটি আনন্দপুর থানা এলাকায় রুবির মোড়ের কাছে। ওই যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি স্কুটি ৷ ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে ৷ কিন্তু, দেহটি কীভাবে এখানে এল ? তা জানতে রাস্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় আনন্দপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। এটি কি পথ দুর্ঘটনা ? নাকি অন্য কোন কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷
এদিন সকালে রুবির মোড়ের কাছে লোকজন দেখতে পান এক অজ্ঞাত পরিচয়ের যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ৷ খবর দেওয়া হয় স্থানীয় আনন্দপুর থানায় ৷ অস্বাভাবিক ঘটনার ফলে থানার তরফ থেকে খবর দেয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগে ৷
কীভাবে যুবকের দেহ এখানে এল ? তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, সাধারণত পথ দুর্ঘটনা হলে যে রকমের চিহ্ন থাকে, এই যুবকের দেহে সেই ধরনের কোনও চিহ্ন বা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে আসেনি। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নতন্ত্রের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ জানা যাবে।
ব্যস্ত সময় বাইপাসের ধারে দেহ উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাইপাসের ধারে একাধিক সময় একাধিক দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে ৷ কয়েক মাস আগেই প্রগতি ময়দান থানায় এলাকায় বাইপাসের ধারে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে এক যুবকের দেহ উদ্ধার হয়েছিল।