মালদা, 13 ফেব্রুয়ারি: একই দিনে জোড়া সাফল্য মালদা জেলা পুলিশের । একদিকে প্রায় 3 কোটি টাকার মাদক-সহ 6 ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ । অন্যদিকে, প্রায় 30 লক্ষ টাকার মাদক-সহ এক মহিলাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ । দুটি ঘটনার ক্ষেত্রেই ধৃতরা কালিয়াচক এলাকার বাসিন্দা ।
জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ মোজমপুর এলাকার বাসিন্দা আবদুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় । ওই বাড়ি থেকে উদ্ধার হয় 2 কেজি 915 গ্রাম ব্রাউন সুগার, 5 কেজি 946 গ্রাম সোডিয়াম কার্বোনেট ও এক জার অ্যাসিটাল ক্লোরাইড । উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও মাদক তৈরির সামগ্রীর আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/wb-mld-01-brown-sugar-recovered-worth-33cr-wb10016_13022025142054_1302f_1739436654_938.jpg)
ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ । ধৃতদের নাম আবদুর রহমান (42), শাহিদ শেখ (23), আবদুল আজিজ (28), শাহিদ শেখ (24), নাজিম আহমেদ (18) ও মহম্মদ রাসেল শেখ (18)। ধৃতরা সকলেই কালিয়াচকের মোজমপুর এলাকার বাসিন্দা । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা ওই বাড়িকে ব্যবহার করে গোপনে ব্রাউন সুগার তৈরির কারবার চালাচ্ছিল । ধৃতদের সাতদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।
অন্যদিকে, 30 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ এক মহিলাকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ । রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মারফৎ ইংরেজবাজার থানায় ব্রাউন সুগার পাচারের চেষ্টার খবর আসে । সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম মনিটরিং গ্রুপ ও ইংরেজবাজার থানার পুলিশ যৌথভাবে রথবাড়ি এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী, এক মহিলার হেফাজত থেকে উদ্ধার হয় 310 গ্রাম ব্রাউন সুগার । গ্রেফতার করা হয় ওই মহিলাকে । ধৃত মহিলার নাম ববিতা মণ্ডল (35)। বাড়ি কালিয়াচকের জালুয়াবাথাল এলাকার মল্লিকপাড়ায় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত মহিলা উদ্ধার হওয়া ব্রাউন সুগার কালিয়াচকের জালালপুর এলাকার এক মহিলার থেকে সংগ্রহ করেছিলেন । সেই ব্রাউন সুগার শিলিগুড়ির চম্পাসরাইয়ের পৌঁছে দেওয়ার কথা ছিল তাঁর । ধৃত মহিলাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মালদা জেলা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে ।