মালদা, 21 এপ্রিল:জেলা নির্বাচনী কমিটির বৈঠকে রবিবার হঠাৎ হাজির তৃণমূল সুপ্রিমো । নির্বাচনে নেতৃত্বদের ভূমিকা নিয়ে বৈঠকে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে মন্তব্য করতে রাজি হননি তিনি । তবে তাঁর চেহারা ও মন্তব্য থেকেই সহজেই অনুমান করা যেতে পারে, জেলা নেতৃত্বদের কার্যকলাপে সন্তষ্ট নন মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার বিকেলে মালদা শহরের টাউন হলে জেলা তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক ছিল । হঠাৎ সেই বৈঠকে এসে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে জেলা নেতৃত্বদের মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি । প্রায় ঘণ্টাখানেক ধরে রুদ্ধদ্বার বৈঠক চলে । তৃণমূল সূত্রে খবর, গত 18 এপ্রিল মালদায় আসার পর থেকে জেলা নেতৃত্বদের কার্যক্রমের উপর বিশেষভাবে নজরদারি চালিয়েছেন তৃণমূল সুপ্রিমো । মালদা জেলায় যেভাবে তৃণমূলের প্রচার চলছে তাতে বিন্দুমাত্র সন্তুষ্ট নন তিনি ।
সংবাদমাধ্যমের প্রশ্নে মমতা বলেন, "বৈঠকে কী হয়েছে, তা কি সবাইকে বলা যায় ? আপনাদের মিটিংয়ে কী হয় তা আপনারা জানান ? দলটাকে শক্তিশালী করা, সকলে একসঙ্গে মিলে কাজ করা এসব নিয়েই কথা হয়েছে । মালদার দুটো আসনই আমাদের জিততে হবে ।" মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক নিয়ে তেমন মন্তব্য না করলেও জেলা নেতৃত্বদের মধ্যে যে বিভেদ রয়েছে এবং নেতৃত্বদের কার্যকলাপে তিনি সন্তষ্ট নন তা তাঁর চেহারা ও মন্তব্য থেকে পরিষ্কার বোঝা গিয়েছে ।
জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, "আমাদের নির্বাচনী কমিটি নিয়ে আজ সভা ডাকা হয়েছিল । মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তা আমাদেরও জানা ছিল না । হঠাৎ দিদি বৈঠকে এসে উপস্থিত হন । আমাদের একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন তিনি । তবে সেই নির্দেশিকা সংবাদমাধ্যমের সামনে বলা যাবে না । একজোট হওয়া নিয়ে কোনও কথা হয়নি । কারণ, আমরা সকলেই একজোট রয়েছি । তবে তৃণমূল সুপ্রিমো ভালো করে নির্বাচন করার কথা বলেছেন ।"
আরও পড়ুন :
- সিএএ নিয়ে মমতাকে আক্রমণ, মোদি জমানায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন রাজনাথ
- উলটপুরাণ! তৃণমূল কর্মীদের গ্রামছাড়া করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে