কলকাতা, 21 নভেম্বর: আলু-পেঁয়াজের রফতানি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, "রাজ্যের প্রয়োজন না মিটিয়ে কেউ অন্যত্র ব্যবসা করবে-এটা আমি মেনে নেব না।" তাঁকে বলতে শোনা যায়, "আমরা কৃষকদের জন্য বিমা পর্যন্ত দেব আর রাজ্যকে না দিয়ে অন্যত্র ব্যবসা করবে-এটা আমি হতে দেব না! "
পাশাপাশি মমতা জানান, অতিরিক্ত আলু রাজ্য সরকার কিনে নেবে। আইসিডিএস থেকে শুরু করে মিড-ডে-মিলে সেই আলু ব্যবহার হবে। তাছাড়া এখন রাজ্যের কাছে কত পরিমাণে আলু আছে সেটাও তাঁকে দেখাতে হবে বলে তিনি জানান। তাঁকে না জানিয়ে কেন রাজ্যের বাইরে এভাবে আলু বিক্রি হল সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী।
এরপর আসে পেঁয়াজের প্রসঙ্গ। মমতা মনে করিয়ে দেন একটা সময় বাংলায় সেভাবে পেঁয়াজের চাষ হত না। সারাবছরই বাংলাকে নাসিকের দিকে তাকিয়ে থাকতে হত। এই ব্যবস্থার পরিবর্তন এসেছে বলে দাবি করেন মমতা। এখন বাংলায় পেঁয়াজের চাষ হচ্ছে। তার জন্য সরকার সমস্তভাবে কৃষকদের সাহায্য করছে। কিন্তু সেই পেঁয়াজ রাজ্যের মানুষের কাছে পৌঁছতে পারছে না।
তাঁর কথায়, "আমাদের এখানে খাওয়ার পেঁয়াজ নেই আর বাইরে বিক্রি হয়ে যাবে এটা হতে পারে না । আমরা কৃষকদের বিমা থেকে শুরু করে সব দিচ্ছি। সব কৃষকরা এমন করে তা নয়। কিন্তু কিছু মিডিলম্যানরা টাকা নিয়ে নিচ্ছে।"
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, কৃষি দফতর থেকে শুরু করে বাকি সমস্ত দফতরকে কাজ করতে হবে। বৃষ্টি থেকে শুরু করে ঘূর্ণিঝড়ে কী ক্ষতি হয়েছে তা সার্ভে করে দেখার কাজ শুরু হয়েছে বলেও মমতা জানান। যে সমস্ত জেলায় উপনির্বাচন হয়েছে সেখানে ভোটের ফল প্রকাশিত হওয়ার পর সমীক্ষার কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।