পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণায় খুশি নয় সংগঠন, কিন্তু কেন ? - আশাকর্মীদের বেতন বৃদ্ধি

Asha Workers Salary Hike: ভোটের মুখে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস হেল্পারদের দাবি মেনে তাঁদের মাসিক বেতন বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ঘোষণায় খুশি নয় পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্যকর্মী সংগঠন ৷

Asha Workers Salary
আশা কর্মীদের বেতন বৃদ্ধি

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 3:45 PM IST

আশা কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণায় খুশি নয় সংগঠন

কলকাতা, 6 মার্চ: আগেই জানিয়েছিলেন বিশেষ ঘোষণা করবেন তিনি ৷ সেই মতো বুধবারের সকালে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্যকর্মী সংগঠন ৷ তবে এই নামমাত্র বেতন বৃদ্ধিতে মোটেই খুশি নন নেতৃত্ব ৷ তাঁদের বাকি দাবিগুলো রাজ্য সরকারকে মেটাতে হবে বলে জানানো হয়েছে ৷

পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্যকর্মী সংগঠনের রাজ্য সভাপতি মধুজা সেন রায় বলেন, "বেতন বৃ্দ্ধির দাবি নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি ৷ এই দাবি মেনে 750 টাকা বৃদ্ধি করলে আমাদের সমস্যার কোনও সমাধান হবে না । তবুও মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়েছেন আমরা তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ তবে আমাদের মূল দাবি, ন্যূনতম 26 হাজার টাকা মাসিক বেতন দিতে হবে । নির্বাচনের মুখে এই ঘোষণা আসলে ভোট বৈতরণী পার হওয়ার একটি রাস্তা ৷ সেটা আমাদের কর্মীরাও বোঝেন ৷ ফলে লাভের লাভ কিছু হবে না ৷ আমাদের দীর্ঘদিনের দাবিদাবাগুলিও মেটাতে হবে সরকারকে ।"

এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী সংগঠনের নেতা অশোক দাস বলেন, "দীর্ঘদিন আমাদের এই দাবিতে আন্দোলন চলছিল ৷ তার জেরেই সামান্য কিছু বেতন বৃদ্ধি হল ৷ তবে এটা পর্যাপ্ত নয় । একজন আশা কর্মীকে 24 ঘণ্টা কাজে নিযুক্ত থাকতে হয় । অঙ্গনওয়াড়ি কর্মীদেরও দীর্ঘ সময় কাজ করতে হয় । এদের ন্যূনতম বেতন এবং সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দিতে হবে । যতদিন না এই সমস্ত দাবিদাওয়া মেটে আমাদের আন্দোলন চলবে ।"

সন্তানসম্ভবা মা ও সদ্যোজাত শিশুদের পুষ্টি-সহ শারীরিক দেখভাল এবং যত্ন নেওয়ার কাজ করে থাকেন আশাকর্মীরা ৷ পাশাপাশি ছোট শিশুদের পঠনপাঠন এবং তাদের পুষ্টি দিকে খেয়াল রাখেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । বেতন বৃদ্ধির দাবি নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ৷ দোরগোড়ায় লোকসভা ভোট । ঠিক তার আগেই সকলকে চমকে দিয়ে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও আইসিডিএস হেল্পারদের বেতন বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী, এপ্রিল থেকে আশা কর্মীদের বেতন 750 টাকা বাড়ছে ৷ অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও 750 টাকা বাড়ানো হয়েছে এবং আইসিডিএস হেল্পারদের বেতন বেড়েছে 500 টাকা । এতদিন একজন আশা কর্মী বেতন পেতেন 4500 টাকা ৷ 750 টাকা বেড়ে এবার থেকে তিনি পাবেন 5250 টাকা । অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন ছিল 8300 টাকা । 750 টাকা বেড়ে এখন থেকে তাঁর বেতন হবে 9050টাকা । আইসিডিএস হেল্পার পেতেন 6300 টাকা ৷ এখন বেতন বেড়ে হল 6800 টাকা ।

আরও পড়ুন:

  1. এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের বেতন বৃদ্ধি, ফেসবুক ভিডিয়ো বার্তায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. নেই পারিশ্রমিক, নেতা-মন্ত্রীদের বাড়ির অনুষ্ঠানেও কাজ করতে হয়; রাজ্যজুড়ে কর্মবিরতি আশাকর্মীদের
  3. স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ এক আশা কর্মী

ABOUT THE AUTHOR

...view details