পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু - Suvendu in Sandeshkhali

Suvendhu Adhikari takes a jibe at Mamata on Khalistani Issue: আজ সন্দেশখালি যাওয়ার পথে এক শিখ পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ একে তৃণমূলের নজর ঘোরানো বলে উল্লেখ করলেন বিরোধী দলনেতা ৷ পাশাপাশি আধার ইস্য়ুতে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতাকে 'মিথ্যেবাদী' বলে উল্লেখ করলেন তিনি ৷

ETV Bharat
সন্দেশখালিতে শুভেন্দু অধিকারী

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 9:56 PM IST

Updated : Feb 20, 2024, 10:11 PM IST

সন্দেশখালি থেকে ফিরে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী

কলকাতা, 20 ফেব্রুয়ারি: "ভারতীয় জনতা পার্টি এধরনের কোনও শব্দ প্রয়োগ করে না, প্রয়োজন হয় না ৷ ওই পুলিশ অফিসার হিন্দু সমাজকে আক্রমণ করতে এই মন্তব্য করেছেন বলে আমার মনে হয়", সাংবাদিক বৈঠকে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিকে আধার সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি ৷ তাতে শুভেন্দু লিখেছেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ভুয়ো খবর রটিয়ে ইচ্ছাকৃত মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন ৷

মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার পথে বাধার মুখে পড়েন শুভেন্দু-সহ বিজেপি নেতানেত্রীরা ৷ সেখানে পুলিশ আধিকারিক জসপ্রীত সিংয়ের সঙ্গে তাঁদের বচসা বাধে ৷ এই সময় পুলিশ আধিকারিক জসপ্রীত সিং অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁকে 'খালিস্তানি' বলেছেন ৷ এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও সোশাল মিডিয়ায় বিজেপির তীব্র নিন্দা করে বলেন 'বিজেপির ঔদ্ধত্য' ৷ এর প্রেক্ষিতেও সন্ধ্যায় সাংবাদিকদের শুভেন্দু বলেন, "সন্দেশখালিতে মানুষের সুনামি হয়েছে ৷ সেখান থেকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ইস্যু তৈরি করেছে তৃণমূল ৷" পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের আরও অভিযোগ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে এবং ভালো 'পোস্টিং' পেতে নিজে এই কথা বলেছে ৷

এর আগে সোমবার রাতে সন্দেশখালিতে গ্রেফতার হয়েছেন এক সাংবাদিক ৷ সেই ঘটনার কথা উল্লেখ করে শুভেন্দু সংবাদমাধ্যকে ধন্যবাদ জানান ৷ তিনি বলেন, "মিডিয়াকে ধন্যবাদ ৷ ওই সাংবাদিককে গ্রেফতার করে আপনাদের ভয় দেখানো হল ৷ আমরা ঢুকতে পারিনি ৷ অনেক লড়াইয়ের পর আজ সিঙ্গল বেঞ্চের রায়ে আমরা গিয়েছিলাম ৷ কিন্তু ওই শিখ পুলিশ আধিকারিক কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে ৷ তিনি বলেছেন, 'যতক্ষণ না পর্যন্ত ডিভিশন বেঞ্চের রায় আসছে, আপনাকে ঢুকতে দেব না'৷ তিনি সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দকে চ্যালেঞ্জ করছেন ৷ কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করছেন ৷ কত বড় ঔদ্ধত্য ৷"

আজ শিখ পুলিশ আধিকারিকের অভিযোগের প্রেক্ষিতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারও পালটা হুঁশিয়ারি দেন যে, পুলিশ প্রশাসন যথোপযুক্ত পদক্ষেপ করবে ৷ এদিকে শুভেন্দু অধিকারী তাঁকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "সুপ্রতিম সরকারকে 24 ঘণ্টার মধ্যে প্রমাণ করতে হবে কোন বিজেপি সাংসদ, বিধায়ক বা বিজেপি নেতা এই কথা বলেছেন ?" নন্দীগ্রামের বিজেপি বিধায়কের পালটা হুঁশিয়ারি, প্রমাণ করতে না পারলে সুপ্রতিম সরকারের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন ৷

আরও পড়ুন:

  1. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
  2. 'চিন্তা নেই, পাশে রয়েছি'; অভিযোগ শুনে সন্দেশখালির মানুষের কাঁধে ভরসার হাত শুভেন্দুর
  3. সন্দেশখালি ইস্যুতে শাহজাহান-মমতাকে জেলে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
Last Updated : Feb 20, 2024, 10:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details