নয়াদিল্লি, 1 জানুয়ারি: কেন্দ্রীয় সরকার 'বুক প্যাকেট সার্ভিস' বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এর ফলে বইয়ের প্রকাশক থেকে পড়ুয়া, বিভিন্ন শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হবেন ! এমতাবস্থায় বিজেপি সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷
লোকসভায় কংগ্রেসের ডেপুটি নেতা গগৈ তাঁর সোশাল মিডিয়ায় এই চিঠিটি পোস্ট করেছেন ৷ এক্স হ্যান্ডেলে নেতা লিখেছেন, "অগণিত বই প্রকাশক এবং বইপ্রেমীর জন্য ভারতীয় ডাক বিভাগের সাশ্রয়ী 'বুক প্যাকেট সার্ভিস' একটা ভরসাযোগ্য জীবনীশক্তি ছিল ৷ এটা বন্ধ হয়ে যাচ্ছে ৷ এর ফলে ছোট ছোট প্রকাশক, বইপ্রেমী এবং বিশেষত গ্রামাঞ্চলে অনেকেই সমস্যার সম্মুখীন হবে ৷ আশা করি, সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এবং সবার কাছে সাহিত্য পৌঁছে দেওয়ার বিষয়টিকে সমর্থন জানাবে ৷"
India Post's affordable Book Packet service was a reliable lifeline for countless publishers and bibliophiles. The decision to discontinue it, puts small publishers and readers, especially in rural areas, at a great disadvantage. I hope the government will roll back this… pic.twitter.com/gIu304oCxs
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) December 31, 2024
অসমের এই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাঁর চিঠিতে 'বুক প্যাকেট সার্ভিস' বন্ধ করে দেওয়া নিয়ে গভীর দুশ্চিন্তার কথা জানিয়েছেন ৷ 'বুক প্যাকেট সার্ভিস'-এর মাধ্যমে দেশের মধ্যে যে কোনও জায়গায় বই পাঠানো যেত এবং তাতে সাশ্রয় হত ৷ এই সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ এবার থেকে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বই পাঠাতে আরও বেশি টাকা খরচ করতে হবে ৷
তিনি লিখেছেন, "স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টের মতো বিকল্প পরিষেবাগুলির কথা মাথায় রেখে 18 ডিসেম্বর ভারতীয় ডাক বুক প্যাকেট সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্টে বই পাঠাতে প্রায় 50 শতাংশ বেশি খরচ হবে ৷ এই মূল্যবৃদ্ধির ফলে প্রকাশকরা চ্যালেঞ্জের মুখে পড়বেন ৷ পড়ুয়ারাদেরও সমস্যার মুখোমুখি হবেন ৷ এতে বহু পড়ুয়া বই কিনতে পারবে না ৷" এর ফলে বই পড়ুয়াদের সংখ্য়া কমে যাবে ৷ সাহিত্য বিষয়ে পড়াশোনা করা মানুষের সংখ্যা সীমাবদ্ধ হয়ে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ ৷
তিনি সরকারের কাছে এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন ৷ গগৈ লিখেছেন, "আমি আপনাকে অনুরোধ করছি, এখনই এই সিদ্ধান্ত বদলান ৷ যাঁরা সাহিত্য পড়তে ভালোবাসেন তাঁদের জন্য এই সিদ্ধান্ত কঠোর ৷ সবাই যেন বই পড়ার সুযোগ পায়, তা নিশ্চিত করতে হবে ৷ লক্ষ লক্ষ মানুষ, যাঁরা বই পড়েন, এটা সরাসরি তাঁদের প্রভাবিত করবে ৷ তাঁদের লেখাপড়া, ব্যক্তিগত উন্নতি এবং তাঁদের চারদিকের জগতের সঙ্গে তাঁদের যোগাযোগকে প্রভাবিত করবে ৷"
গৌরব গগৈ চিঠিতে আরও উল্লেখ করেছেন, এতদিন 200 পাতার একটি বই পাঠাতে প্রকাশকদের 20-25 টাকা খরচ করতে হত ৷ এটা ছোটখাটো ব্যবসায়ী, স্বনির্ভর প্রকাশকদের ব্যবসার ভিত্তি ছিল ৷ এমনকী পাতা বেশি হলেও বইগুলি পাঠাতে 30 টাকার কিছু বেশি লাগত ৷ এই প্রসঙ্গে গগৈ বলেন, "এই সুলভ মূল্যের ফলে বইপ্রেমীরা বই কিনতে পারতেন । বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষরা, যেখানে প্রাইভেট কুরিয়ার পরিষেবা হয় পৌঁছায় না, নতুবা তার দাম অনেক বেশি ৷ ডাক পরিষেবায় নতুন পোস্ট অফিস আইন 2023 অনুযায়ী এই পরিবর্তন প্রয়োজনীয়, সেটা বুঝতে পারছি ৷ তাও আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, ভারতের সর্বত্র ছোটখাটো প্রকাশক এবং পড়ুয়াদের উপর এর প্রভাবের কথা বিবেচনা করে দেখুন ৷"