হায়দরাবাদ: গত বছরে সেপ্টম্বরে ভারত ও নভেম্বরে চিনের বাজারে লঞ্চ করেছিল Redmi Note 14 সিরিজ ৷ এবার বিশ্বব্যপি আসতে চলেছে এই সিরিজ ৷ এমনটাই জানানো হয়েছে Redmi-র তরফে ৷ তিনটি নতুন ফোনের পাশাপাশি, Redmi গ্লোবাল মার্কেটে একটি স্মার্টওয়াচ এবং ইয়ারবাড লঞ্চ করতে চলেছে ৷ Redmi-র স্মার্টওয়াচের নাম Redmi Watch 5 এবং ইয়ারবাডের নাম Redmi Buds 6 Pro।
অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে-সহ অত্যাধুনিক ফিচার iPhone 17 সিরিজে
10 জানুয়ারি বিশ্ববাজারে লঞ্চ হতে চলেছে
Redmi- X হ্যান্ডেলে একটি পোস্টে Redmi Note 14 সিরিজের গ্লোবাল লঞ্চের কথা জানানো হয়েছিল । লাইভ ইভেন্টে Redmi-এর নতুন স্মার্টওয়াচ, ইয়ারবাড এবং Xiaomi 165W এবং 10,000mAh-এর পাওয়ার ব্যংক লঞ্চ করা হবে ৷ ফলে এটি দ্রুত চার্জিংয়ে সক্ষম ৷
Redmi Note 14 সিরিজের ক্যামেরা ফিচার
Redmi Note 14 সিরিজের গ্লোবাল সংস্করণে স্মার্টফোনগুলিতে 200MP মেন রিয়ার ক্যামেরা থাকবে ৷ যা AI-ব্যাকড ইমোজি এবং ফটো এডিটিং-এ সাহায্য । এই সিরিজের সমস্ত ডিভাইস জল এবং ধুলাবালি থেকে রক্ষা করার ক্ষমত থাকায় IP68 রেটিংও দেওয়া হয়েছে । এছাড়াও, এই ফোনগুলিতে অ্যান্টি-ড্রপ অল-স্টার আর্মার স্ট্রাকচার এবং কর্নিং গরিলা গ্লাস ভিকটাস 2 স্ক্রিনের সুরক্ষা দেওয়া হয়েছে ।
Redmi Note 14 সিরিজের স্পেসিফিকেশন
Redmi Note 14 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্টগুলি সংস্থার চাইনিজ মডেলের মতো হতে পারে । চিনে লঞ্চ হওয়া Redmi Note 14-এ রয়েছে MediaTek Dimensity 7025 Ultra চিপসেট ৷ যখন Note 14 Pro এবং Note 14 Pro+-এ রয়েছে MediaTek Dimensity 7300-Ultra এবং Snapdragon 7s Gen 3 চিপসেট । এই ফোনগুলি Android 14-ভিত্তিক HyperOS-এর সুুবিধা রয়েছে ৷ 90W পর্যন্ত চার্জিং সাপোর্ট করে ।
Redmi Note 14-এর দাম CNY 1,199 (ভারতে প্রায় 14,300 টাকা), যার মধ্যে 6GB + 128GB মডেল পাওয়া যায় । Note 14 Pro-এর মূল্য CNY 1,399 ( ভারতে প্রায় 13,000 টাকা), যার মধ্যে 8GB + 128GB মডেল পাওয়া যায়। এছাড়াও, Note 14 Pro+ এর দাম CNY 1,899 ( ভারতে প্রায় 22,000 টাকা), যার মধ্যে 12GB + 256GB মডেল পাওয়া যাচ্ছে ।